shono
Advertisement

১৩ জুন সর্বদলীয় বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের

মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই জেলায়-জেলায় অশান্তি।
Posted: 03:56 PM Jun 10, 2023Updated: 04:10 PM Jun 10, 2023

নব্যেন্দু হাজরা: মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই জেলায়-জেলায় অশান্তি। ইতিমধ্যে প্রাণও গিয়েছে একজনের। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা। একের পর এক অভিযোগের পাহাড় জমছিল। এর মধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ জুন বৈঠক ডেকেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Advertisement

শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব (Nomination) শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। এত কম সময়ের মধ্যে মনোনয়ন পেশ সমস্যাজনক বলে বিরোধীরা সুর চড়িয়েছিলেন। কলকাতা হাই কোর্টে (Calcutta HC) সময়সীমা বাডা়নোর আবেদন নিয়ে মামলা করে কংগ্রেস, বিজেপি। আদালতেরও পরামর্শ, যদি এই সময়সীমা বাড়ানো যায়, তা ভেবে দেখুক কমিশন। যদিও কমিশন সাফ জানিয়ে দেয়, মনোনয়নের সময়সীমায় কোনও বদল হচ্ছে না। 

[আরও পড়ুন: একতরফা প্রেম, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে ‘খুন’ ব্যক্তির]

 এছাড়া বিভিন্ন জায়গায় হামলা চলছে নানা রাজনৈতিক দলের কর্মী, প্রার্থীদের উপর। এসব নিয়ে নালিশ জানাতে শনিবার দুপুর নাগাদ রাজভবনে গিয়েছিল বিজেপি (BJP)রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কথা বলার পরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajib Sinha) রাজভবনে তলব করা হয়েছে। তলব পেয়ে তিনি সঙ্গে সঙ্গে রাজভবনে পৌঁছে যান বলে খবর। আলোচনা হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এরপরই রাজ্য় নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক ডাকলেন। উল্লেখ্য, ভোটের দিন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। তবে জেলায়-জেলায় সর্বদলীয় বৈঠক হচ্ছে। এবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বৈঠক ডাকা হল।

[আরও পড়ুন: এই নিয়মগুলি না মানলেই বিপদ! চাকরি যাবে সরকারি বাসচালক-কনডাক্টরের, জরিমানা যাত্রীকেও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement