গোবিন্দ রায়: পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ। হাই কোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী। আগামিকাল শুনানির সম্ভাবনা।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে বর্তমান সময় পর্যন্ত অশান্তি লেগেই আছে রাজ্যে। কোথাও রাজনৈতিক দলের সংঘর্ষে প্রাণ যাচ্ছে। কোথাও আবার বিরোধীদের হেনস্তার অভিযোগ উঠছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করার অভিযোগ তুললেন এক জয়ী প্রার্থী। হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলাকারীর অভিযোগ, পুরনো মামলায় অকারণে হেনস্তা করছে পুলিশ। ফলে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে যাচ্ছে। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন, "নন্দীগ্রামে জেতা BJP প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে।" অভিযোগ, তারপর থেকে পুলিশ অতিসক্রিয় হয়ে সব জয়ী প্রার্থীদের হেনস্থা করছে।
[আরও পড়ুন: রামপুরহাট মেডিক্যাল কলেজে রোগীর রহস্যমৃত্যু, শৌচাগারে মিলল ঝুলন্ত দেহ]
এই অভিযোগ তুলেই বুধবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর আইনজীবী। জানানো হয়, পুলিশ জন্য বোর্ড গঠনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সম্ভবত আগামিকাল শুনানি।
