শচীনের সঙ্গে এক ফ্রেমে মনু, 'আইকনে'র সঙ্গে সাক্ষাতে আপ্লুত অলিম্পিকে পদকজয়ী তারকা
সেই ছবিতে ছিলেন মনুর বাবা-মা। পাশে ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলিও।
Tap to expand
একজন ক্রিকেটের কিংবদন্তি। অন্যজন প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন। এবার শচীন তেণ্ডুলকরের সঙ্গে দেখা করলেন মনু ভাকের। অলিম্পিকে মনুর দুটি পদক হাতে ছবিও তুললেন দুই তারকা।
Tap to expand
সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন মনু। সেখানে ছিলেন মনুর বাবা-মা। পাশে ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলিও। দিনকয়েক আগেই মনু বলেছিলেন, শচীনের ভক্ত তিনি। ধোনি ও বিরাট কোহলি ছাড়া 'মাস্টার ব্লাস্টার'-এর সঙ্গে এক ঘণ্টা কাটাতে পারাও সম্মানের।
Tap to expand
সেই ছবি দিয়ে মনু লিখেছেন, "এক ও অদ্বিতীয় শচীন তেণ্ডুলকর স্যর। ক্রিকেটের আইকনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে পেরে গর্বিত। ওঁর সফর আমাকে উদ্বুদ্ধ করে। আমাদের মতো বহুজনকে স্বপ্নপূরণের সাহস দেয়। অবিস্মরণীয় স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।"
Tap to expand
অলিম্পিকে পদক জিতে ফিরে আসার পর অনেকের সঙ্গেই দেখা করেছিলেন মনু। সূর্যকুমার যাদবের সঙ্গে একটি ছবিতে মনু দাঁড়িয়েছিলেন ব্যাট করার ভঙ্গিতে। আর ‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার হাত দিয়ে পিস্তল চালানোর ভঙ্গি করছেন। সেই ছবিতে মনু ক্যাপশনে লিখেছিলেন, “ভারতের মিস্টার ৩৬০-র থেকে নতুন খেলার টেকনিক শিখছি।”
Tap to expand
প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ জিতেছিলেন মনু। প্রথমে নিজের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান। তার পর মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জেতেন হরিয়ানার শুটার।
Published By: Arpan DasPosted: 04:36 PM Aug 30, 2024Updated: 04:36 PM Aug 30, 2024
সেই ছবিতে ছিলেন মনুর বাবা-মা। পাশে ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলিও।