shono
Advertisement

Breaking News

প্যারিসে ফের জঙ্গি হামলা, মৃত ১ পুলিশকর্মী

ঘটনার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিগোষ্ঠী। The post প্যারিসে ফের জঙ্গি হামলা, মৃত ১ পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 AM Apr 21, 2017Updated: 01:26 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন আগে ফের রক্তাক্ত ফ্রান্স। এবার আর সাধারণ মানুষ নন, গুলি চলল খোদ পুলিশের ওপরেই। বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের বিখ্যাত শঁ-এলির সামনে ঘটনাটি ঘটেছে। এক জঙ্গির অতর্কিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ঘটনায় এখনও পর্যন্ত ১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন পুলিশকর্মী। তবে পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছে ওই জঙ্গি। আক্রমণকারী জঙ্গি বেলজিয়ামের বাসিন্দা। নাম আবু ইউসুফ আল-বালজিকি। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাক’-এ একথা জানিয়েছে তারা।

Advertisement

[মহিলা সঞ্চালকের ছেঁড়া জিন্সের দিকে তাকিয়ে বিরাট, ভাইরাল ছবি]

জানা গিয়েছে, ঘটনার সময় ফ্রাঙ্কলিন রুজভেল্ট মেট্রো স্টেশনের নিকটবর্তী এলাকায় পাহাড়া দিচ্ছিলেন ওই পুলিশকর্মীরা। শঁ-এলিতে ওই সময় স্থানীয় মানুষ-সহ অনেক পর্যটকও ছিল। এমন সময় গাড়ি থেকে নামে আবু ইউসুফ নামে ওই ব্যক্তি। এরপরেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি একটি স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান এক পুলিশকর্মী। আহত হন আরও দু’জন। এরপরেই পালানোর চেষ্টা করে ওই জঙ্গি। কিন্তু নিরাপত্তাবাহিনীর গুলিতে সে মারা যায়। নিরাপত্তার কারণে গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী এবং সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা। সমস্ত পর্যটকদের হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকী খুব প্রয়োজন না হলে বেরতেও মানা করা হয়। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেটাও খুঁজে দেখা শুরু হয়। পরে জানা যায়, আবু ইউসুফ আগেই সন্দেহভাজনদের তালিকায় ছিল। এমনকী তার কার্যকলাপের নানা তথ্যও ছিল ফরাসি গোয়েন্দাদের হাতে। তবুও আগে থেকে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, উঠছে প্রশ্ন।

[‘সংবিধান বিরোধী কাজ করেছেন সোনু, ওঁর দেশত্যাগ করা উচিত’]

ঘটনার তীব্র নিন্দা করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বৃহস্পতিবার রাতেই জঙ্গি আক্রমণের ব্যাপারে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন তিনি। এদিকে, ইতালির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মাঝেই ঘটনার তীব্র নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সর্বদা ফ্রান্সের পাশেই রয়েছে আমেরিকা। এর আগেও বেশ কয়েকবার জঙ্গি আক্রমণের শিকার হয়েছে ফ্রান্স। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল গত বছর বাস্তিল দিবসের সময় নিস শহরে সাধারণ মানুষের ওপর জঙ্গি হানার ঘটনা। প্রাণ হারিয়েছিলেন ৮৬ জন। এরপরেও একাধিক জঙ্গি আক্রমণে বারংবার কেঁপে উঠেছে প্যারিস। সেই তালিকায় এবার নবতম সংযোজন শঁ-এলির ঘটনাটি।

[বিষ্ণু অবতারে ধোনির ছবি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট]

The post প্যারিসে ফের জঙ্গি হামলা, মৃত ১ পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement