shono
Advertisement

ব্রিটেনে ‘লোন উলফ’হামলায় মৃত ৩, নেপথ্যে জেহাদিরা

আরও সন্ত্রাসবাদী হামলা হতে পারে ব্রিটেনে বলে আশঙ্কা The post ব্রিটেনে ‘লোন উলফ’ হামলায় মৃত ৩, নেপথ্যে জেহাদিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:51 PM Jun 21, 2020Updated: 04:55 PM Jun 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার লন্ডনের পশ্চিমে রিডিংস শহরের একটি পার্কে হামলার নেপথ্যে রয়েছে সন্ত্রাসবাদীরা। রবিবার এমনটাই জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তদন্তকারীদের একাংশের দাবি, এটি একটি ‘লোন উলফ’ হামলা।

Advertisement

[আরও পড়ুন: বেকায়দায় লালফৌজ, এবার চিনের দিকে মিসাইল তাক করল জাপান]

গতকাল লন্ডনের পশ্চিমে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত রিডিংস শহরের ফরব্যুরি গার্ডেনস পার্কে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় এক যুবক। ধারাল অস্ত্রের কোপে তিনজনের মৃত্যু হয়। আহত হন পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন মানুষ। পরে হামলাকারী যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবক লিবিয়ার নাগরিক বলে অসমর্থিত সূত্রে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। তিনি বলেন, “রিডিংসে ঘটা ঘটনায় যাঁরা প্রভাবিত হয়েছেন তাঁদের জন্য আমার সমবেদনা রইল।”

এদিকে, এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছে ব্রিটিশ পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী মনে করছেন, আসলে এটি একটি ‘লোন উলফ’ হামলা। এই পদ্ধতিতে কোনও ব্যক্তি বিশেষকে মগজ ধোলাই করে একা আত্মঘাতী হামলা চালাতে উৎসাহী করে তোলা হয়। এক্ষেত্রে ওই ব্যক্তির সরাসরি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কোন যোগ থাকে না। ইন্টারনেট বা জিহাদি বইপত্রের মাধ্যমে তার মধ্যে পরোক্ষে ধর্মীয় উন্মাদনা জাগিয়ে তোলা হয়। বিশ্লেষকদের মতে, ‘লোন উলফ’ হামলাকারীকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। কারণ জঙ্গি সংগঠনগুলির উপর নিয়মিত নজর রাখেন গোয়েন্দারা। তবে নিজের বাড়িতে বসে ইন্টারনেটে জেহাদি ওয়েবসাইট দেখে কেউ হামলা চালানোর পরিকল্পনা করলে তা রুখে দেওয়া খুব কঠিন।

উল্লেখ্য, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ব্রিটেনে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। রিডিংসের ঘটনা সেই আশঙ্কাই সত্যি করে তুলল। আর আগে চলতি বছরের শুরু দিকে, দক্ষিণ লন্ডনে (London) ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ২০ বছরের সুদেশ আম্মান নামের এক যুবক। ইসলামিক স্টেটের মতাদর্শ মেনেই লন্ডনের রাস্তায় ‘লোন উলফ অ‌্যাটাক’ চালিয়েছিল সে।

[আরও পড়ুন: ভারত-চিন বিবাদে মুখ খুলল নেপাল, বার্তা দিল ‘বন্ধু’ আফগানিস্তানও]

The post ব্রিটেনে ‘লোন উলফ’ হামলায় মৃত ৩, নেপথ্যে জেহাদিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement