shono
Advertisement

জটিল অস্ত্রোপচার করে অসাধ্য সাধন জেলা হাসপাতালের

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বারাসত হাসপাতালের আউটডোর বিভাগে আসেন আকলিমা বিবি৷ ডাক্তাররা জানান, হাসপাতালে আসতে আর কয়েক ঘণ্টা দেরি হলে প্রাণহানির আশঙ্কা ছিল৷ সেদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর৷ The post জটিল অস্ত্রোপচার করে অসাধ্য সাধন জেলা হাসপাতালের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:36 PM Jun 17, 2016Updated: 07:42 PM Jun 17, 2016

ব্রতদীপ ভট্টাচার্য: এই প্রথমবার কোলিসিট্রেকটমি উইথ কোলিডিকোডিয়ডেনোস্ট্রমি’র মতো জটিল অস্ত্রোপচার হল জেলার হাসপাতালে৷ উত্তর ২৪ পরগনার বারাসত জেলা সদর হাসপাতালের ডাক্তারদের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেলেন এক দুঃস্থ রোগী৷ বারাসত হাসপাতালের ডাক্তাদের এই অসাধ্যসাধন জেলার স্বাস্থ্য পরিষেবায় এক সাফল্য বলে মনে করছে চিকিৎসক মহল৷
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা আকলিমা বিবি৷ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তিনি৷ ডাক্তাররা জানান, দীর্ঘদিন ধরে বিলিরুবিনের মাত্রা বেশি থাকার ফলে জন্ডিসে ভুগছিলেন তিনি৷ তার সঙ্গে ছিল পিত্তথলিতে পাথর৷ একই সঙ্গে জন্ডিস ও পিত্তথলিতে পাথর জমে থাকায় ধীরে ধীরে তাঁর কিডনি বিকল হতে শুরু করে৷ অবস্থা চরমে পৌঁছলে বারাসত হাসপাতালের দ্বারস্থ হয় তাঁর পরিবার৷
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বারাসত হাসপাতালের আউটডোর বিভাগে আসেন আকলিমা বিবি৷ ডাক্তাররা জানান, হাসপাতালে আসতে আর কয়েক ঘণ্টা দেরি হলে প্রাণহানির আশঙ্কা ছিল৷ সেদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর৷ হাসপাতাল সূত্রে জানা যায়, রক্ত পরীক্ষায় দেখা যায়, আকলিমা বিবির রক্তে বিলিরুবিনের মাত্রা প্রচণ্ড বেশি৷ তার সঙ্গে পিত্তথলিতে বড় আকারের একটি পাথর জমেছে৷ কিডনিও বিকল হতে চলেছে৷ সাধারণত এই ধরনের জটিল ক্ষেত্রে জেলার হাসপাতাল চিকিৎসা করার ঝুঁকি নেয় না৷ বরং কলকাতার বড় হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়৷ তার উপর ডাক্তাররা জানান, এই জটিল অস্ত্রোপচার সফল হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে৷
আকলিমা বিবির পরিবার খুবই দরিদ্র৷ লক্ষাধিক টাকা খরচ করে অস্ত্রোপচারের কথা তারা স্বপ্নেও ভাবতে পারেন না৷ পাশাপাশি প্রতি ঘণ্টায় অবস্থার অবনতি হতে থাকে তার৷ শেষমেশ বারাসত জেলা সদর হাসপাতালেডাক্তাররা এই জটিল অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন৷ মঙ্গলবার রাতে বারাসত হাসপাতালের সুপার জরুরি বৈঠক ডেকে একটি তিন সদস্যের দল তৈরি করেন৷ এই দলে ছিলেন দু’জন অভিজ্ঞ সার্জন ডাঃ এ মৌলিক ও ডাঃ রবীন মাইতি ও অ্যানাস্থেসিস্ট ডাঃ বর্মন৷ বৃহস্পতিবার অস্ত্রোপচারের দিন নির্ধারণ করা হয়৷ প্রায় দু’ঘণ্টার উপর অস্ত্রোপচার চলে তাঁর৷ চিকিৎসকরা জানান, আকলিমা বিবি এখন বিপদসীমার বাইরে৷ বিনা খরচে, জেলা হাসপাতালের পরিকাঠামোয় এই ধরনের জটিল অস্ত্রোপচার, জেলার স্বাস্থ্য পরিষেবায় এক নজিরবিহীন ঘটনা৷

Advertisement

The post জটিল অস্ত্রোপচার করে অসাধ্য সাধন জেলা হাসপাতালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement