সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রটে গিয়েছিল পেলের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে। কিন্তু সংবাদমাধ্যমকে স্বয়ং পেলে প্যারিসের হাসপাতাল থেকে জানিয়ে দিলেন, “অ্যান্টিবায়োটিক ভাল কাজ করছে। আগের তুলনায় এখন আমি অনেক সুস্থ।” ৭৮ বছরের ফুটবল সম্রাটের এই বক্তব্য ছড়িয়ে পড়ায় ক্রীড়ামহলে নেমে এসেছে স্বস্তি।
[ আরও পড়ুন: আর্সেনালের ওজিলের সঙ্গে কী করছেন শাহরুখ? কৌতূহলী নেটদুনিয়া]
একটি বেসরকারি অনুষ্ঠানের জন্য প্যারিসে ছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি৷ সেখানেই ছিলেন ফ্রান্সের সুপারস্টার এমবাপেও৷ বুধবার পেলের মুখপাত্র জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ মূত্রনালিতে সংক্রমণ নিয়ে তাঁকে প্যারিসের একটি হাসপাতালে ভরতি করা হয়৷ শুক্রবার সন্ধের পর রটে যায় শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে তাঁর৷ মারা গিয়েছেন বলেও তৈরি হয় আশঙ্কা৷ তবে সেই আশঙ্কার দোলাচলে ইতি টানলেন ফুটবলার স্বয়ং৷
[ আরও পড়ুন: সুনীলদের কোচ হতে আগ্রহী ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তোলা দমেনেখ]
টুইট করে জানিয়ে দিলেন আপাতত বেশ খানিকটা সুস্থ রয়েছেন তিনি৷ অ্যান্টিবায়োটিকও কাজ করছে তাঁর৷ আবারও খেলতে পারবেন বলেই টুইটে উল্লেখ করেন ফুটবল সম্রাট৷
ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তাঁর একুশ বছরের কেরিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে এক হাজার দু’শো একাশিটি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১টি ম্যাচে করেন ৭৭টি গোল করেছেন ফুটবলের কিংবদন্তি। ১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন তিনি। তবে বেশ কয়েকবছর ধরেই শরীর ভাল যাচ্ছে না পেলের৷ ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয় তাঁর। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভরতি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপে হুইলচেয়ারে বসেই দেখা গিয়েছিল তাঁকে৷ আপাতত পেলের সুস্থতার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফুটবলপ্রেমীরা৷ তবে কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
The post অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছেন পেলে, অনেকটাই সুস্থ ফুটবল সম্রাট appeared first on Sangbad Pratidin.