shono
Advertisement

Breaking News

নীলাভ জলের আকর্ষণে লুকিয়ে বিষ, স্পেনের সমুদ্রে নেমে অসুস্থ অনেকে

স্পেনের 'মন্তে নেমে' সৈকত নিয়ে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন৷ The post নীলাভ জলের আকর্ষণে লুকিয়ে বিষ, স্পেনের সমুদ্রে নেমে অসুস্থ অনেকে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 PM Jul 22, 2019Updated: 08:36 PM Jul 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলাভ জলরাশি, দারুণ সমুদ্রতট৷ ছবির মতো সুন্দর৷ সোশ্যাল মিডিয়ায় এসব ছবি নেটিজেনদের অধিকাংশের মনেই দোলা লাগিয়েছিল৷ সেই টানে অনেকেই পাড়ি দিয়েছেন স্পেনের ‘মন্তে নেমে’ সৈকতে৷ কিন্তু সেই নীল জলরাশিতে সাঁতার কেটেই যত বিপত্তি৷ একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে৷ কী তার রহস্য?

Advertisement

[আরও পড়ুন: খোঁজ মিলল ৯ হাজার বছর পুরনো ‘রহস্যময়’ বসতির]

স্থানীয় পরিবেশবিদরা জানাচ্ছেন, আসলে ‘মন্তে নেমে’ সৌন্দর্যের নেপথ্যে বিষাক্ত বর্জ্র৷ তাই জলের এমন আকর্ষণীয় শোভা৷ এমনকী স্থানীয় ভাষায় ‘মন্তে নেমে’ এলাকাকে তেজস্ক্রিয়তার প্রভাবে বিষাক্ত রাশিয়ার চেরনোবিলের সঙ্গে তুলনা করে বলা হয় ‘গালিসিয়ান চেরনোবিল’৷ এখানকার জলে একাধিক রাসায়নিক, তেজস্ক্রিয়-সহ নানা ধরনের বর্জ্র মিশে রয়েছে৷ সেসবের প্রভাবেই জলের রং এমন নীল৷ কিন্তু আদতে তা বিষাক্ত৷ এই গূঢ় সত্য বিদেশি পর্যটকদের কাছে অজ্ঞাত৷
ছবির মতো সুন্দর তট দেখে মন্তে নেমে ছুটে যান বহু বিদেশি পর্যটক৷ জলে নেমে সেখানে সাঁতার কাটার ফলে একে একে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে দু’জন অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি৷ বমি, ত্বকের সমস্যা দেখা দিয়েছে তাঁদের৷ কেউ কেউ ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই সতর্ক হয়ে গিয়েছেন অন্যান্য পর্যটকরা৷ তাঁদের জন্য স্থানীয় প্রশাসনের পরামর্শ, সৈকতে আসুন, ঘুরে বেড়ান, ছবি তুলুন৷ কিন্তু জলের সংস্পর্শে আসবেন না৷

[আরও পড়ুন: আক্রান্ত হিন্দু পুরোহিত, মাঝরাস্তায় মেরে ফাটিয়ে দেওয়া হল মুখ]

স্পেনে ঘুরতে গিয়ে এমন এক আকর্ষণীয় সৈকত থেকে স্রেফ ঘুরে আসতে হবে! একথা শুনেই হতাশ পর্যটকের দল৷ কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কে-ই বা আর অসুস্থ হতে চান? তাই মন কিছুটা খারাপ হলেও, মন্তে নেমে প্রশাসনের সতর্কবার্তা অনুযায়ীই কাজ করতে হচ্ছে৷ যাচ্ছেন, ঘুরছেন, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডে সেলফি তুলছেন আর ফিরে আসছেন৷ বিষ বড় বালাই যে!

 

The post নীলাভ জলের আকর্ষণে লুকিয়ে বিষ, স্পেনের সমুদ্রে নেমে অসুস্থ অনেকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement