shono
Advertisement
Personal Finance

ICICI সিকিউরিটিজের মার্কেট স্ট্র‌্যাটেজি, কী বলছে বাজারের পরিস্থিতি?

চোখে পড়বে লার্জক‌্যাপ, সঙ্গে কিছু মিড ক‌্যাপও।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 03:19 PM Mar 20, 2025Updated: 03:19 PM Mar 20, 2025

‘মার্কেট স্ট্র‌্যাটেজি ২০২৫’ নামে একটি রেডিমেড পোর্টফোলিও গঠন করেছে আইসিআইসিআই সিকিউরিটিজ। ব্রোকিং সংস্থাটির এই প্রচেষ্টার ভিত্তি অবশ‌্যই বাজারের সর্বশেষ পরিস্থিতি এবং আগামী কয়েকটি কোয়ার্টারের সম্ভাব‌্য ট্রেন্ড। টিম সঞ্চয় খতিয়ে দেখল এই প্রতিবেদনে।

Advertisement

ক। গত কয়েক মাসের সূচক নেমে আসা সত্ত্বেও, ভারতীয় ইক্যুইটির বাজার মধ‌্য ও দীর্ঘমেয়াদের জন‌্য মোটামুটি “পজিটিভ”। যদিও বিগত কয়েকটি বছরে বোঝা গেছে যে বহু শ্রেণির স্টকের ভ‌্যালুয়েশন বেড়েছে প্রায় একতরফাভাবে।
খ। এই ২০২৫ সালে “ডাবল-ডিজিট আপসাইড” লক্ষ‌্য করা যাচ্ছে।
গ। সংশ্লিষ্ট পোর্টফোলিওটিতে সংস্থার পছন্দ করা থিমগুলোর আভাস পাওয়া যাচ্ছে, ইনভেস্টররা যেন লক্ষ‌্য করেন।
মোট আটটি স্টক বেছে নেওয়া হয়েছে রেডিমেড পোর্টফোলিওটির জন‌্য। গত সপ্তাহের শেষাশেষি দামের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে আনুমানিক ১৮,০০০ টাকা লাগবে নূ‌ন্যতম লগ্নির জন‌্য। সংস্থার তালিকার দিকে নজর দিন।


এবার দেখা যাক এই বিশেষ স্টকগুলোর কারেন্ট মার্কেট প্রাইস কত। আমাদের হিসাব অনুযায়ী, গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ধরা হয়েছে।
লগ্নিকারীরা যে পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পড়বেন
১। ব্রোকিং সংস্থার চিহ্নিত করা রিস্কের মাত্রা : মিডিয়াম


২। মার্কেট ক‌্যাপ : চোখে পড়বে লার্জক‌্যাপ, সঙ্গে কিছু মিড ক‌্যাপও। অবশ‌্য স্মলক‌্যাপই প্রধান।
অ‌্যালোকেশনের বৈচিত্র‌
৩। লার্জক‌্যাপ ৩৪%
৪। মিড ক‌্যাপ ১১%
৫। স্মল ক‌্যাপ ৫৫%
এরই সঙ্গে আইসিআইসিআই সিকিউরিটিজ আলাদাভাবে ‘টেকনিক‌্যাল পিক্স’ (২০২৫-এর জন‌্য) দিয়েছে অন‌্য একটি পোর্টফোলিওতে।

Technical Picks


Calendar year 2025
এখানে নূ‌ন্যতম লগ্নি ২৮,০০০ টাকার সামান‌্য বেশি। রিস্কের মাত্রা ‘হাই’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত কয়েক মাসের সূচক নেমে আসা সত্ত্বেও, ভারতীয় ইক্যুইটির বাজার মধ‌্য ও দীর্ঘমেয়াদের জন‌্য মোটামুটি “পজিটিভ”।
  • যদিও বিগত কয়েকটি বছরে বোঝা গেছে যে বহু শ্রেণির স্টকের ভ‌্যালুয়েশন বেড়েছে প্রায় একতরফাভাবে।
  • সংশ্লিষ্ট পোর্টফোলিওটিতে সংস্থার পছন্দ করা থিমগুলোর আভাস পাওয়া যাচ্ছে, ইনভেস্টররা যেন লক্ষ‌্য করেন।
Advertisement