shono
Advertisement
White House

অতীতে ট্রাম্পকে তুলোধোনা! স্মৃতির পাতা ঘেঁটে মহিলা কমেডিয়ানের অনুষ্ঠান বাতিল হোয়াইট হাউসের

ট্রাম্প প্রশাসনকে খুনিদের সঙ্গে তুলনার কথা বলেছিলেন কমেডিয়ান অ্যাম্বার রাফিন। তাতেই গর্জে ওঠে হোয়াইট হাউস।
Published By: Sucheta SenguptaPosted: 06:45 PM Mar 30, 2025Updated: 06:54 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতের 'শাস্তি' পেতে হচ্ছে বর্তমানে! নিজের কমেডি শো-তে একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচনা করেছিলেন। ট্রাম্প ও তাঁর প্রশাসনকে অজস্র খুনির সঙ্গে তুলনা করতে ইচ্ছে হয়েছিল জনপ্রিয় মহিলা কৌতূকশিল্পীর। স্মৃতির পাতা ঘেঁটে সেসব ঘটনা তুলে এনে এবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হল তাঁর কমেডি শো। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ লিখিতভাবে সেই তথ্য জানিয়েছেন। জানানো হয়েছে, আগামী ২৬ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত নৈশভোজের এক অনুষ্ঠানে পারফর্ম করবেন না কমেডিয়ান অ্যাম্বার রাফিন। এমনকী কোনও কৌতূক অনুষ্ঠানই হবে না।

Advertisement

রাফিন দীর্ঘদিন ধরে কৌতূকাভিনেতা বলে পরিচিত। বিশেষত রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর বিভিন্ন কৌতূক শো-র জনপ্রিয়তা রয়েছে। আগে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় নিজের শো-য় নানা ব্যঙ্গ, কৌতূক তুলে ধরেছেন। আগামী ২৬ এপ্রিল হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজে পারফর্ম করার জন্য আমন্ত্রণ পেয়ে রাফিন ঘনিষ্ঠ মহলে জানান, ট্রাম্প প্রশাসনকে তিনি অজস্র খুনের কাণ্ডারি বলে মনে করেন। সেকথা গোপন থাকেনি। হোয়াইট হাউসের কানে পৌঁছতেই নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। ডেপুটি চিফ অফ স্টাফ টেলর বুদউইচ রাফিনকে 'দ্বিতীয় শ্রেণির কৌতূকশিল্পী' বলে কটাক্ষ করেন।

এরপরই বুদউইচ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, ''হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (WHCA) নৈশভোজে স্বাগত জানাবেন দ্বিতীয় শ্রেণির এক কমেডিয়ান! যিনি কিনা আমাদের প্রশাসনকেল খুনির সঙ্গে তুলনা করার কথা ভাবেন। আবার এও বলছেন যে আমরা নাকি তাঁকে মানুষ বলেই মনে করি না! তা তো করবই না। কারণ, উনি মানুষ নন।'' 

এহেন আক্রমণের পর WHCA-র প্রেসিডেন্ট ইউজিন ড্যানিয়েলসও সংগঠনের সদস্যদের চিঠি লিখে জানিয়েছেন, ''সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ওইদিন কোনও কৌতূক অনুষ্ঠানই হবে না। সকলকে বলতে চাই, সাংবাদিকতা শুধু রাজনীতি দিয়ে হয় না। অনেক ইস্যু থাকে। আমরা ওইদিনের অনুষ্ঠানে কোনও রাজনীতির ছায়া চাই না। বরং নিজেদের পরিশ্রম, মেধা দিয়ে যা অর্জন করেছি, তা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই।'' এসবের পর প্রশ্ন উঠছে, ট্রাম্প জমানায় আমেরিকা কি 'হীরক রাজার দেশ' হয়ে গেল? যেখানে কৌতূকও নিষিদ্ধ?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াইট হাউসের নৈশভোজ থেকে আচমকা বাদ পড়লেন কমেডিয়ান অ্যাম্বার রাফিন।
  • ট্রাম্প প্রশাসনকে খুনিদের সঙ্গে তুলনা করেছিলেন তিনি, তাতেই চটে লাল হোয়াইট হাউস।
  • আগামী ২৬ এপ্রিলের অনুষ্ঠানে থাকছে না তাঁর পারফরম্যান্স।
Advertisement