shono
Advertisement

কোথায় করবেন লগ্নি, কোন পথে হবে লক্ষ্মীলাভ, রইল হদিশ

গ্রোথ লক্ষ‌্য করুন, জেনে নিন প্রোডাক্ট চিনুন
Posted: 12:54 PM Jun 13, 2023Updated: 12:54 PM Jun 13, 2023

বাজাজ অ‌্যালায়াঞ্জ তাদের ইউলিপ সেগমেন্টের প্রথম স্মল ক‌্যাপ ফান্ড বাজারে এনেছে। ফান্ডের টার্গেট, সেই সমস্ত সংস্থা যেখানে ভাল গ্রোথের সম্ভাবনা রয়েছে। বর্ণনায় টিম সঞ্চয়

Advertisement

বাজাজ অ‌্যালায়াঞ্জ লাইফ ইনসিওরেন্স ইউলিপ সেগমেন্টের প্রথম স্মল ক‌্যাপ ফান্ড নিয়ে এসেছে। আমাদের ‘উঠতি তারা’ কলমে আজ তারই আলোচনা। ডাইফারসিফায়েড পোর্টফোলিও গঠন করবেন কর্তৃপক্ষ। বেঞ্চমার্ক হবে Nifty Small Cap 100 Index। সম্প্রতি বন্ধ হয়েছে এই ফান্ডের এনএফও।

কোন ধরনের সংস্থার স্টক বেছে নেওয়া যাবে? বিমা কোম্পানির মতে যে কোম্পানিগুলিতে ভাল গ্রোথের সম্ভাবনা আছে, সেগুলিই হবে ফান্ডের লক্ষ‌্য। সংশ্লিষ্ট ম‌্যানেজার দেখবেন কর্পোরেট গর্ভনেন্স যথাযথ হচ্ছে কি না, রিটার্ন অন ইকুইটি ঠিকঠাক কি না এবং ভ‌্যালুয়েশনের নিরিখে স্টকটি আকর্ষণীয় কি না। ‘Growth at a reasonable price’-এই দর্শনে বিশ্বাস করেন কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ঝুঁকির বেড়া ভাঙুন, রইল বেশি রিটার্ন পাাওয়ার ফান্ডা]

এই প্রসঙ্গে কয়েকটি জরুরি তথ‌্য :–
# পোর্টফোলিওর অন্তত ৬০ শতাংশ বিনিয়োগ হবে স্মপ ক‌্যাপ স্টকে।
# লক্ষ‌্য হবে ওয়েলথ ক্রিয়েশন, অর্থাৎ সর্বাধিক ক‌্যাপিটাল গ্রোথ আনার চেষ্টা করবেন ফান্ড ম‌্যানেজার।
# এই মুহূর্তে সংশ্লিষ্ট সূচকের ভ‌্যালুয়েশন সাম্প্রতিক ‘পিক’ পজিশন থেকে কিছুটা নেমে এসেছে।
lULIP, তাই পুরো প্রক্রিয়াটি মার্কেট-লিঙ্কড। তার মানে পারফরম‌্যান্সের কোনও প্রতিশ্রুতি দেওয়া হবে না।

যে প্রোডাক্টগুলির ক্ষেত্রে স্মল ক‌্যাপ ফান্ডের সুযোগ পাওয়া যাবে….
# Bajaj Allianz Life Smart Wealth Goal
# Bajaj Allianz Life Future Wealth Gain
# Bajaj Allianz Life Future Gain
# Bajaj Allianz Life Goal Assure
# Bajaj Allianz Life Long Time Goal
# Bajaj Allianz Life Invest Protect Goal
# Bajaj Allianz Life Magnum Fortune Plus

[আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটের ষোলো আনাই খাঁটি, জেনে নিন লগ্নির সহজপাঠ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement