সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিআইসিআই প্রুডেনশিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট হল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীনতম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। সম্প্রতি এর ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে (IPO) বিনিয়োগকারীরা দারুণ আগ্রহ দেখিয়েছেন। বিপুল এই চাহিদার কারণে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রিপশন অর্জন করেছে কোম্পানিটি। যতগুলি শেয়ার বিক্রির জন্য বাজারে আনা হয়েছিল, তার চেয়ে ৩৯.২ গুণ বেশি শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা আবেদন জমা দেন। ফলে এলজি ইলেকট্রনিক্স লিমিটেডের পর নিজের জায়গা করে নিল আইসিআইসিআই প্রু এএমসি।
আইপিও-টির মাধ্যমে প্রায় ২.৯৬ লক্ষ কোটি টাকার বাজার তৈরি হয়। মোট ৩,৫০,১৫,৬৯১টি ইক্যুইটি শেয়ারের বিপরীতে ১,৩৭,১৪,৮৮,৩১৬টি শেয়ারের জন্য বিড জমা পড়েছে। শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২,০৬১ টাকা থেকে ২,১৬৫ টাকা পর্যন্ত। মোট আবেদন জমা পড়েছে ৫৫ লক্ষেরও বেশি। বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে অভূতপূর্ব সাড়া ছিল। কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বা QIB অংশ ১২৩.৯ গুণ সাবস্ক্রাইব হয়। নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টর (NII) এবং রিটেল ইনডিভিজুয়াল ইনভেস্টর (RII) অংশ যথাক্রমে ২২.০৪ এবং ২.৫৩ গুণ সাবস্ক্রাইব হয়েছে।
শেয়ার বাজারের বড় খেলোয়াড়রা কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। IPO-এর আগে অ্যাঙ্কর বুক ও প্রি-আইপিও প্লেসমেন্টে সংস্থাটি বড় বিনিয়োগকারীদের দারুণ আগ্রহ খুঁজে পান। অ্যাঙ্কর বুকের মাধ্যমে ICICI Prudential AMC প্রায় ৩,০২১.৮ কোটি টাকা সংগ্রহ করে। এই অ্যাঙ্কর ইনভেস্টরদের মধ্যে জিআইসি, টেমাসেক, ব্ল্যাকরক, ফিডেলিটি এবং নরজেস ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক সংস্থা ছিল। দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে Premji Invest, HCL Family Office এবং প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার এস্টেট অংশ নেয়। এছাড়া এসবিআই লাইফ ও এইচডিএফসি লাইফের মতো প্রধান জীবন বীমা সংস্থা ও শীর্ষ ২০টির মধ্যে ১৯টি মিউচুয়াল ফান্ড হাউস বিনিয়োগ করে। IPO-এর আগে প্রায় ৪,৮১৫ কোটি টাকার প্রি-আইপিও প্লেসমেন্টও সম্পন্ন হয়েছিল।
