shono
Advertisement
Personal Finance

দাওয়াই দুনিয়া সরগরম, ফার্মা সংস্থাগুলোর স্টক নিয়ে উৎসাহিত বিনিয়োগকারীরা

চর্চায় ফার্মা সংস্থার স্টক।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:55 PM Nov 08, 2024Updated: 09:07 PM Nov 08, 2024

ফার্মা সংস্থাগুলোর স্টক নিয়ে বছরভর উৎসাহ থাকেই ইনভেস্টরদের। তবে অধুনা যে সমস্ত স্টক নিয়ে আলোচনা বাড়ছে, গ্রাহকদের স্বার্থে তারই তালিকা করে দিল টিম সঞ্চয়

Advertisement

হালে চর্চায় ফার্মা সংস্থার স্টক। লগ্নিকারীরা আগ্রহ দেখাচ্ছেন এই সেক্টরে। এই বিষয়ে আলোকপাত করার জন‌্য উদাহরণ হিসাবে আমরা বেছে নিচ্ছি (কোনও পক্ষপাত নেই, খেয়াল করবেন) ICICI Prudential Pharma, Healthcare and Diagnostics Fund. ইনভেস্টরদের সুবিধার্থে বলা যাক যে, এই ওপেন-এন্ড থিম-নির্ভর ফান্ডটি এখন প্রায় ৫,০০০ কোটি টাকা ম‌্যানেজ করছে। দেখা যাক সাম্প্রতিক পারফর্ম‌্যান্স কেমন হয়েছে।
১. যদি ১০,০০০ টাকা প্রতি মাসে সিপ করা হয়ে থাকে বিগত ৫ বছরে, তাহলে পরিসংখ‌্যানগুলো এইভাবে থাকবে –
২. মোট লগ্নি : ৬,০০,০০০ টাকা
৩. কারেন্ট ভ‌্যালু : ১৩.২৩ লক্ষ টাকা (১৯ শে অক্টোবর, ২০২৪)
৪. রিটার্ন : ৩২% (XIRR হিসাবে)
৫. এক্সপেন্স রেশিও : ১.০৭% (গত আগস্ট মাসের শেষে)
৬. বেঞ্চমার্ক ইনডেক্স : BSE Healthcare Total Return Index
বিশেষ কয়েকটি ফার্মা ফান্ড একত্রে পরখ করলাম আমরা। কিছু চটজলদি পরিসংখ‌্যান কাজে লাগতে পারে। তবে মনে রাখবেন, এই সবই ‘হিস্টোরিক‌্যাল রিটার্ন’ অর্থাৎ আগামীদিনে এমন যে হবেই আবার তার প্রতিশ্রুতি কখনই দেওয়া সম্ভব নয়। কেবল পাস্ট পারফর্ম‌্যান্সের উপর ভরসা রাখা ঠিক নয়।

হ্যাঁ, একাধিক নতুন প্রজন্মের সংস্থা, সেগুলোর স্টক সদ‌্য লিস্টের্ড হয়েছে, ইতিমধে‌্যই নানা ফার্মা ফান্ডের পোর্টফোলিওর মধ্যে উপস্থিত। এমনই একটি স্টক আমরা তুলে ধরছি কেবলমাত্র দৃষ্টান্ত হিসাবে, যা নিয়ে ইনভেস্টররা কৌতুহলী হবেন। এমন আরও শেয়ার ফার্মা ফান্ডে পাবেন তাঁরা। পুরনো সমস্ত সংস্থা (যেমন Apollo Hospital, Sun Pharma, Dr Deddy’s বা Cipla) তো থাকবেই, তবে মার্কেটের বড় অংশের ভরসা হয়ে উঠতে পারে তুলনায় নবাগত কোম্পানিগুলো। এগুলির প্রায় প্রতিটিই স্মল ক‌্যাপ গোত্রের। আমাদের নিরপেক্ষ চয়েস : Aster DM Healthcare

১. বেশ কয়েকটি ফান্ডের পোর্টফোলিোর জায়গা করে নিয়েছে।
২. সাধারণ স্মল ক‌্যাপ ফান্ডেও এই স্টকের উপস্থিতি বোঝা যাচ্ছে। HDFC Small Cap Fund, Nippon India Small Cap Fund, Franklin Smaller Companies Fund ইত‌্যাদি এই প্রসঙ্গে নাম করা যায়। এখানে আমাদের তথ‌্যসূত্র : Rupeevest
৩. Aster DM Healthcare স্টক মার্কেটে নতুন। এখন ভলু‌্যম ইত‌্যাদি খুব বেশি নয়, তবে বাজারে আগ্রহ আছে এর বিষয়ে, বোঝা যাচ্ছে
৪. গত শুক্রবারের ট্রেডিংয়ের ভিত্তিতে কয়েকটি তথ‌্য :
Traded Value : Rs 20.53 Crore
Market Cap : Rs 21,219 Crore
Delivery to Traded Quality : 49.39%
52 Week High/Low : Rs 558 (এপ্রিল ১৫) এবং Rs 311
(জুন ৪)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হালে চর্চায় ফার্মা সংস্থার স্টক। লগ্নিকারীরা আগ্রহ দেখাচ্ছেন এই সেক্টরে।
  • বেশ কয়েকটি ফান্ডের পোর্টফোলিোর জায়গা করে নিয়েছে।
  • মনে রাখবেন, এই সবই ‘হিস্টোরিক‌্যাল রিটার্ন’ অর্থাৎ আগামীদিনে এমন যে হবেই আবার তার প্রতিশ্রুতি কখনই দেওয়া সম্ভব নয়।
Advertisement