লং টার্ম ক্যাপিটাল গ্রোথ গ্রাহকদের এনে দেওয়াই উদ্দেশ্য ইনভেসকো ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সর্বশেষ অফারের। সংস্থা জানিয়েছে, লগ্নি হবে মূলত প্রযুক্তি এবং সংশ্লিষ্ট সেক্টরগুলোতে। বিস্তারিত জানালেন নীলাঞ্জন দে
ইনভেসকো ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সর্বশেষ অফার টেকনোলজি স্টকে লগ্নির পথ সুগম করবে। ইনভেস্টররা আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত এই এনএফওতে বিনিয়োগ করতে পারবেন। কয়েকটি জরুরি তথ্য :
১– ফান্ডের উদ্দেশ্য: লং টার্ম ক্যাপিটাল গ্রোথ এনে দেওয়া
২– লগ্নি হবে টেকনোলজি এবং সংশ্লিষ্ট সেক্টরগুলো থেকে বেছে নেওয়া স্টকে।
৩– রিস্কোমিটার অনুযায়ী ‘ভেরি হাই রিস্ক’ এখানে থাকবে।
৪– ফান্ডের প্রধান বেঞ্চমার্ক ইনডেক্স : নিফটি আইটি টোটাল রিটার্ন ইনডেক্স।
টিম সঞ্চয় এই বিশেষ গ্রাফিক্সটি প্রস্তাবিত ফান্ডের পরিপ্রেক্ষিতে তৈরি করেছে।
ফান্ডের ইউনিভার্স
IT Services
IT Infrastructure
E-Commerce, Fintech ইত্যাদি
Telecom, Electronics Semiconductor
IT Hardware,
Research & Development
ইনভেসকো ইন্ডিয়ার সঙ্গে একান্ত আলোচনায় যে বিশেষ পয়েন্টগুলো উঠে এল :
ক. বছর দুই বেশ ‘চ্যালেঞ্জ’ দেখেছে তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রি।
খ. এবার ‘রিভাইভাল’ বা পুনরুত্থান হয়তো সময়ের অপেক্ষা।
গ. রেট কমার লক্ষণ খুব স্পষ্টভাবে ধরা পড়ছে বাজারের চোখে।
ঘ. একাধিক বড় সেন্ট্রাল ব্যাঙ্ক রেট কমানোর পথে ইদানিং হেঁটেছে। এরই সঙ্গে আমেরিকার ফেডেরাল রিজার্ভ এই বিষয়ে একইভাবে পদক্ষেপ নিতে পারে, এমন আশা করা যায়।
[আরও পড়ুন: উৎসাহ বাড়ছে ‘ওয়ান ফর ওয়ান’ বোনাস নিয়ে, জেনে নিন খুঁটিনাটি]
ঙ.‘রেট কাট’ হওয়ার জমানায় তথ্যপ্রযুক্তি ব্যবসা উন্নতি করবে বলে ফান্ড কর্তৃপক্ষ বিশ্বাস করেন।
চ. ইনফোটেক সেক্টরে যথেষ্ট সক্রিয়ভাবে বিনিয়োগকারীরা এখন উপস্থিত। আগামী দিনে ‘ডিল পাইপলাইন’ আরও বড়-সড় হবে, এমন মনে করছেন পেশাদাররা।
ছ. ডিজিটাইজেশন হওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে সর্বত্র। এক শ্রেণির আইটি সংস্থা এই কারণে ব্যবসা সম্প্রসারণ করছে।
ফান্ডের খুঁটিনাটি
১– নূন্যতম ৮০% লগ্নি হবে ইক্যুইটি মার্কেটে
২– নূন্যতম ইনভেস্টমেন্ট : ১,০০০ টাকা (লাম্পসাম)
৩– সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ।
৪– এক্সিট লোড : যদি অ্যালটমেন্টের তিন মাস আগে রিডিম করেন তাহলে ০.৫% লোড লাগবে। তারপর কোন লোড নেওয়া হবে না।
৫– বিঃদ্রঃ- CAGR-কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট।
[আরও পড়ুন: মাসের দ্বিতীয় মানেই সঞ্চয় বিলক্ষণ, সূত্র বাতলে দিলেন লগ্নি পরামর্শদাতা]
White Oak Capital Digital Bharat Fund
নতুন ইক্যুইটি স্কিম আনার প্রস্তাব এনেছেন হোয়াইটওক ক্যাপিটালের কর্তৃপক্ষ। এখানেও টেকনোলজি এবং টেকনোলজির সঙ্গে জুড়ে থাকা সংস্থার শেয়ারে লগ্নি করা হবে। প্রস্তাবটি এখন সেবির অনুমোদনের অপেক্ষায় বলে জানা যাচ্ছে।
সঙ্গের চার্টে কিছু বিশেষ আইটি ফান্ডের সাম্প্রতিক রিটার্নস দেওয়া হল।