শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়া কাপ ভারতের, ফাইনালে তৈরি হল ১০টি রেকর্ড
09:13 PM Sep 17, 2023 | Anwesha Adhikary
Advertisement
Tap to expand অষ্টমবার এশিয়া কাপ জিতেছে ভারত। সবচেয়ে বেশিবার এই ট্রফি জয়ের নজির গড়েছে মেন ইন ব্লু। রবিবার শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে আরও একাধিক রেকর্ড গড়ে ফেলল রোহিত ব্রিগেড।
Tap to expand দল হিসাবে সবচেয়ে কম ওভারের মধ্যে অলআউট হয়ে যাওয়ার লজ্জার নজির গড়ল শ্রীলঙ্কা। এদিনের ম্যাচে মাত্র ১৫.২ ওভার খেলেছেন দাসুন শনাকারা।
Tap to expand চলতি এশিয়া কাপের দ্বিতীয় দল হিসাবে বিপক্ষের দশটি উইকেটই তুলে নিলেন ভারতের পেসাররা। একই নজির গড়েছিল পাকিস্তানও।
Tap to expand এশিয়া কাপে নিজেদের সবচেয়ে কম রান তুলল শ্রীলঙ্কা। এদিন মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় লঙ্কা ব্রিগেড।
Tap to expand শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় বোলার হিসাবে সবচেয়ে সফল বোলিং পরিসংখ্যান গড়লেন মহম্মদ সিরাজ। এদিন মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। এশিয়া কাপের ইতিহাসে সফলতম বোলিং পরিসংখ্যানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার।
Tap to expand এশিয়া কাপ ফাইনালে সবচেয়ে কম রান তোলার নজির গড়ল শ্রীলঙ্কা। এর আগে ২০০০ সালে ৫৪ রানে শেষ হয়ে যায় লঙ্কা ইনিংস। ভারতীয় দলের বিরুদ্ধে সদ্য সমাপ্ত এশিয়া কাপে সবচেয়ে কম রানের নজিরও গড়ল শ্রীলঙ্কা।
Tap to expand ১০০ বলেরও কম সময়ের মধ্যে শ্রীলঙ্কাকে অলআউট করে দিলেন ভারতের বোলাররা। এশিয়া কাপে নয়া নজির সিরাজ-বুমরাহদের।
Tap to expand যেকোনও ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সফলতম বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। এর আগে ১৯৯১ সালে আকিব জাভেদের নজির ছিল টুর্নামেন্টর ফাইনালে সাত উইকেট নেওয়া।