Advertisement
জঙ্গি হামলায় রক্তাক্ত ইহুদিদের পবিত্র উৎসব, কী এই হানুকা? হিন্দুধর্মের সঙ্গে রয়েছে মিল
২২০০ বছরের প্রাচীন এক ঘটনার উপর ভিত্তি করে পালিত হয় উৎসবটি।
পর্যটকদের কাছে ‘স্বর্গ’ সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। ইহুদিদের পবিত্র হানুকা উৎসব চলাকালীন দুই বন্দুকবাজের হামলায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই বন্দুকবাজ সাজিদ আক্রম (৫০) ও তার পুত্র নাভিদ আক্রম (২৪) সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের বংশোদ্ভূত। যাদের মধ্যে ঘটনাস্থলেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সাজিদের। অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই মর্মান্তিক ঘটনার মাঝেই চর্চায় উঠে এসেছে ইহুদিদের পবিত্র উৎসব হানুকা।
ইহুদিদের এই উৎসব নিয়ে কৌতুহল ছড়িয়েছে গোটা বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে। জানা যাচ্ছে, ইহুদি ধর্মে অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয় এই উৎসবকে। ৮ দিন ধরে চলা এই আলোর উৎসব অনেকটা হিন্দুদের দীপাবলি উৎসবের মতোই। ২২০০ বছরের প্রাচীন এক ঘটনার উপর ভিত্তি করে পালিত হয় উৎসবটি।
হিব্রু ভাষায় হানুকা শব্দের অর্থ হল 'সমর্পণ'। মনে করা হয়, এই উৎসব শুরু হয়েছিল গ্রিক-সিরিয়া শাসকের সময়কালে। সেই সময় এই শাসকরা জেরুজালেম দখল করে এবং সেখানে ইহুদিদের ধর্মীয় রীতি পালন পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
এই শাসকদের বিরুদ্ধেই অস্ত্র ধরে ম্যাকাবিস নামে একটি ছোট এবং বিদ্রোহী গোষ্ঠী। দীর্ঘ লড়াই, বহু রক্তের বিনিময়ে এই বিদ্রোহী গোষ্ঠী গ্রিক-সিরিয়ান শাসকদের পরাজিত করে।
Published By: Amit Kumar DasPosted: 06:18 PM Dec 15, 2025Updated: 06:25 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
