Advertisement
সতীর্থের সঙ্গে যৌনতা, হটেস্ট অ্যাথলিটের তকমা! বছরভর চর্চায় খেলার মাঠের এই লাস্যময়ীরা
বিশ্বমঞ্চে নানা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এই লাস্যময়ী খেলোয়াড়রা।
দারুণ প্রতিভাবান খেলোয়াড়। নানা খেলায় নিজেদের দক্ষতা দিয়েছেন বিশ্বের নানা প্রান্তের কন্যারা। কিন্তু তাঁদের মধ্যে রয়েছেন কয়েকজন, খেলার পাশাপাশি যাঁদের সৌন্দর্য নিয়ে আলোচনা নেহাত কম নয়। একনজরে দেখে নেওয়া যাক সেই লাস্যময়ীদের।
ইংল্যান্ডের পোলভল্ট তারকা মলি কড্রির বয়স মাত্র ২৫ বছর। জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দু'বার রুপো জিতেছেন। প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমেই জিতে নিয়েছিলেন রুপো। ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপে জিতেছেন সোনাও। তবে চলতি বছর সেই টুর্নামেন্টে একটুর জন্য হাতছাড়া হয়েছে পদক। চতুর্থ হয়েছেন ব্রিটিশ সুন্দরী। এবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা অর্জন করেও গোড়ালির চোটে শেষপর্যন্ত নামতে পারেননি মলি।
ফুটবল এবং ক্রিকেট-দুটোতেই বিশ্বকাপ খেলেছেন অজি ক্রীড়াবিদ এলিস পেরি। কেবল খেলা নয়, সৌন্দর্যেও অনেককেই টেক্কা দেন তিনি। চলতি বছরের বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে মোট আটটি বিশ্বকাপ জিতেছেন। পেয়েছেন কমনওয়েলথ গেমসের সোনা। ফুটবলে সেরকম সাফল্য না পেলেও জিতেছেন উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
জার্মান দৌড়বিদ অ্যালিসা শমিড ২০০, ৪০০ এবং ৮০০ মিটার দৌড়ের সঙ্গে যুক্ত। যুব ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতেছেন। সুযোগ পেয়েছেন অলিম্পিক দলেও। কিন্তু মাঠে নামার সুযোগ হয়নি অ্যালিসার। তবে বিশ্বের সবচেয়ে লাস্য়ময়ী অ্যাথলিটের তকমা পেয়েছেন তিনি। বিখ্যাত সংস্থা পুমা তাঁকে স্পনসরও করে।
নেদারল্যান্ডসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা লিক ক্লেভার দৌড় প্রতিযোগিতার পাশাপাশি জেতেন ক্রীড়াপ্রেমীদের মনও। ২০২৪ অলিম্পিকে তিনি সোনা জেতেন, ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে। মহিলাদের ৪০০ মিটার রিলেতে জেতেন রুপো। ডাচ খেলাধুলার জগতে লিক যথেষ্ট পরিচিত নাম। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জিতেছেন তিনটি পদক।
ব্রাজিলের কন্যা লেটিসিয়া বুফোনি স্কেটিং শুরু করেন মাত্র ৯ বছর বয়সে। বিশ্বচ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে সোনা জেতেন তিনি। তারপর টানা তিনবছর পেয়েছেন রুপো। এক্স গেমসেও বিপুল সাফল্য পেয়েছেন লেটিসিয়া। কেবল খেলা নয়, পুরস্কৃত হয়েছেন সৌন্দর্যের জন্যও। কুইন অফ সোয়্যাগ খেতাব গিয়েছে এই ব্রাজিলীয় অ্যাথলিটের ঝুলিতে।
স্প্যানিশ ফুটবলের অতি পরিচিত নাম অ্যালেক্সিয়া পুতেইয়াস। স্পেন এবং বার্সেলোনার জার্সিতে একঝাঁক সাফল্য পেয়েছেন এই সুন্দরী মিডফিল্ডার। মহিলাদের ব্যালন ডি'অর, ফিফার বিশ্বসেরা মহিলা ফুটবলার-সমস্ত খেতাবই রয়েছে অ্যালেক্সিয়ার ঝুলিতে। ২০২৩ সালে জিতেছেন বিশ্বকাপ। চলতি বছর ত্রিমুকুটের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স বার্সেলোনা স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য অ্যালেক্সিয়া।
ইউক্রেনের হাইজাম্পার ইউলিয়া লেভচেঙ্কো। হাই জাম্পার ইউলিয়া ২০১৬ অলিম্পিক থেকেই নজর কেড়েছেন, হাই জাম্পের পাশাপাশি সৌন্দর্যের জন্য। ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জেতেন, সেটাই তাঁর সেরা সাফল্য। সবমিলিয়ে তিনটি অলিম্পিকে অংশ নিয়েছেন ইউলিয়া, একবারও পদক জিততে পারেননি। চলতি বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়েছেন তিনি।
ইনগ্রিড অলিভিয়েরা। ফুটবলের দেশ ব্রাজিলে স্প্রিংবোর্ড ডাইভিংয়ের সঙ্গে যুক্ত তিনি। যুব অলিম্পিকে পঞ্চম স্থানে শেষ করেছিলেন। ২০১৫ সালে প্যান আমেরিকান গেমসে রুপো জেতেন, মাত্র ১৯ বছর বয়সে। তিনটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন, তবে পদক আসেনি। ২০১৬ অলিম্পিকের সময়ে এক সতীর্থের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ার অভিযোগ ছিল ইনগ্রিডের বিরুদ্ধে।
ইজরায়েলি ট্রিপল জাম্পার রোমি তামিরের একাধিক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। তাঁর সম্পর্কে সেভাবে বিশদ তথ্য মেলে না। তবে ট্রিপল জাম্পের পাশাপাশি লং জাম্পেও রোমি যথেষ্ট পারদর্শী। বিশ্বমঞ্চে সেরকম সাফল্য না পেলেও জাতীয় পর্যায়ে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন। অনূর্ধ্ব ২৩ জাতীয় রেকর্ডও রয়েছে তাঁর নামেই। অলিম্পিকে অংশগ্রহণ করলেও পদক পাননি। তবে ইনস্টাগ্রাম, টিকটকের মতো সোশাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়।
২০২৫ সালের সবচেয়ে চর্চিত নামের মধ্যে অন্যতম স্মৃতি মন্ধানা। প্রথমবার বিশ্বকাপ জিতেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার। তবে বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি স্মৃতির মিষ্টি হাসির ভক্তসংখ্যাও নেহাত কম নয়। সুন্দরী অ্যাথলিটদের তালিকায় ভারতীয় সহঅধিনায়কের নাম থাকে উপরের দিকেই। তবে বিশ্বকাপ জয়ের পরে স্মৃতির বিয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বিয়ে ভেস্তে গিয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 05:50 PM Dec 15, 2025Updated: 05:56 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
