Advertisement
রিঙ্কুকে মন সঁপেছেন দিলীপ, বিয়ের পিঁড়িতে মহুয়াও, গাঁটছড়া বাঁধলেন আর কোন তারকা?
একাধিক বিশিষ্ট ব্যক্তির সম্পর্কের ভাঙাগড়ার সাক্ষী আমরা।
বছরের একেবারে শেষলগ্নে উপস্থিত আমরা। একাধিক বিশিষ্ট ব্যক্তির সম্পর্কের ভাঙাগড়ার সাক্ষী সকলে। রাজনীতির ময়দানের ব্যস্ততা সামলে মনের মানুষ খুঁজে পেয়েছেন মহুয়া এবং দিলীপ। একাধিক বলিউড এবং টলিউড তারকাও বেঁধেছেন জুটি। একনজরে দেখে নেওয়া যাক তারকাদের সম্পর্কের ওঠাপড়া।
চলতি বছরের ১৮ এপ্রিল ডাকাবুকো বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়িতে বেজে ওঠে বিয়ের সানাই। বান্ধবী রিঙ্কুকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন তিনি। অগ্নিসাক্ষী রেখে সিঁদুরদান করেন দিলীপ। পরিবারের ঘনিষ্ঠ এবং পরিচিতরা উপস্থিত ছিলেন বিয়েতে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন একসঙ্গে দেবদর্শনে গিয়েছিলেন তাঁরা। সম্প্রতি আন্দামান থেকেও বেড়িয়ে এসেছেন দু'জনে। আপাতত চুটিয়ে সংসারযাপন করছেন তাঁরা।
পঁয়ষট্টির রাজনীতিকের সঙ্গে চলতি বছর দাম্পত্য জীবন শুরু করেন কৃষ্ণনগরের ‘দাপুটে’ নেত্রী মহুয়া মৈত্র। ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর সঙ্গে জার্মানির বার্লিনে বিয়ে হয় তৃণমূলর সাংসদের। আইনি বিয়ে সারার পর মহুয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই খবর জানান। আশীর্বাদ গ্রহণ করেন। এর আগে ডেনমার্কের অর্থনীতিবিদের সঙ্গে বিয়ে হয়েছিল মহুয়া মৈত্রর। তিনি নিজেও রাজনীতিতে আসার আগে ব্যাঙ্কিং সেক্টরের উচ্চপদে চাকরি করতেন। তবে পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর তিনি ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন এবার।
হিনা খান, রকি জয়সওয়ালের বিয়েতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ধর্ম! বলিমহলের অন্দরে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যায়। তবে ‘ধর্মের ধ্বজাধারী’দের রক্তচক্ষুকে উপেক্ষা করেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রীকে কঠিন সময়ে আগলে রেখেছিলেন কলকাতার ছেলে রকি। চলতি বছরে চারহাত এক হয় তাঁদের। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটেই হিনা-রকির আলাপ। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। জীবনের ওঠাপড়ায় সব সময়ই রকিকে পাশে পেয়েছেন হিনা খান। এমনকী, শোনা যায় হিনার কেরিয়ারে যাতে বাধা না আসে, তার জন্যেও নাকি রকি কখনও হিনাকে বিয়ের চাপ দেননি। অভিনেত্রীর জন্য সব কিছু ছাড়তেও রাজি ছিলেন তিনি। আর হিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরও নিত্যদিন প্রেমিকা নায়িকাকে আগলে রেখেছেন কলকাতার ছেলে রকি জয়সওয়াল। দিব্যি সুখে জীবন কাটছে তাঁদের।
আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় কেরিয়ারে হাতেখড়ি। আর পয়লা সিনেমাতেই বলিউডি লাইমলাইট কেড়ে নিয়েছিলেন 'দঙ্গল'কন্যা। তবে ২০১৯ সালে আচমকাই ধর্মের দোহাই দিয়ে অভিনয়কে ‘আলবিদা’ জানান জায়রা। এবার অভিনয় ছাড়ার বছর পাঁচেকের মাথায় চলতি বছর বিয়ে করলেন জায়রা ওয়াসিম। সোশাল মিডিয়ায় দু'টি ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সেখানেই বরের সঙ্গে কনেবেশে দেখা যায় জায়রাকে। পরনে লাল রঙের বিয়ের পোশাক। আর পাত্রের গায়ে দেখা যায় ঘিয়ে রঙের কাশ্মীরি শাল। চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করার ঝলক দেখান ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী। আরেক ছবিতে মেহেন্দি পরা হাতে নিকাহনামায় সই করতেও দেখা গেল তাঁকে। ক্যাপশনে লেখা ‘কবুল হ্যায়।’ কিন্তু কার প্রস্তাব ‘কবুল’ করেছেন অভিনেত্রী? তা প্রকাশ্যে আনেননি।
ডিসেম্বরেই সদগুরুর ইশা যোগা সেন্টারে ‘ভূতা শুদ্ধি’ মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। হাতেগোনা ক’জন আমন্ত্রিতদের সাক্ষী রেখে একেবারে সাদামাটা অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী-পরিচালক। তবে সামান্থার বিয়ের অনুষ্ঠান ছিমছাম হলেও দক্ষিণী সুন্দরীর সাজপোশাক নিয়ে কিন্তু সোশাল পাড়ায় চর্চা বিস্তর। লাল টুকটুকে বেনারসি, দক্ষিণী স্টাইলের সোনার গয়নার সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছে তাঁর বিয়ের আংটি। হিরেখচিত বরফি আকৃতির এই বহুমূল্য আংটির সঙ্গে রয়েছে ইতিহাসযোগও।
চলতি বছর গাঁটছড়া বাঁধেন জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রকন্যা মৌবনী সরকার। চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। পাত্র পেশায় রিসার্চ অ্যানালিস্ট। একাধিক ডিজিটাল সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে হাই প্রোফাইল বিয়ের ছবি ও ভিডিও।
এবার টেলিদুনিয়ার একঝাঁক তারকা জীবনের নয়া ইনিংস শুরু করেন। সাতপাকে বাঁধা পড়েন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। গাঁটছড়া বাঁধেন রূপা ভট্টাচার্য-দেবাঙ্ক। এছাড়া অন্তরা মিত্র-শৌর্য, মল্লিকা বন্দ্যোপাধ্যায় ও রুদ্রজিৎ রায়ও জুটি বাঁধেন। লাস ভেগাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তনুশ্রী চক্রবর্তী ও সুজিত বসুরা।
‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। আর তারপর থেকেই আরও একবার চর্চায় উঠে এসেছেন অভিনেতা অর্জুন রামপাল। সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর পডকাস্ট শোতে এসে অর্জুন ভাগ করে নেন দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে তাঁর রসায়ন। বাগদান হয়ে গিয়েছে বলেই জানান গ্যাব্রিয়েলা।
চলতি বছর বহু তারকার মন ভেঙেছে। তাঁদের মধ্যে বহুচর্চিত স্মৃতি ও পলাশের সম্পর্কের ভাঙন। জীবনের নয়া ইনিংস শুরুর আগেই পথ আলাদা হয়ে গিয়েছে ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুছলের। গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। সত্যিই কি পলাশের ‘বিশ্বাসঘাতকতা’য় ভাঙল বিয়ে নাকি অন্য কিছু, সে বিষয়ে স্মৃতি কিংবা পলাশ জানাননি কিছুই।
হাজার টানাপোড়েনের পর বিবাহবিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর। ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। ২০২২ সালের জুন থেকে মনোমালিন্য শুরু হয়। ভাঙনের জল গড়ায় আদালতে। বান্দ্রার আদালত বিবাহবিচ্ছেদে সিলমোহর দেওয়ার পর ধনশ্রীকে খোরপোশ হিসাবে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। বিপুল অঙ্কের খোরপোষ নিয়ে কাটাছেঁড়া হয়েছে যথেষ্ট।
Published By: Sayani SenPosted: 07:43 PM Dec 15, 2025Updated: 07:43 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
