Advertisement
মিনি নিলামে অখ্যাত থেকে ভবিষ্যতের 'বৈভব' হয়ে উঠবেন কারা? নজরে বাংলার ৯ ক্রিকেটারও
শেষ মুহূর্তে নিলামে এন্ট্রি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের।
আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি।
ক্যামেরন গ্রিনকে নিয়ে যে আইপিএল মিনি নিলামে দর কষাকষি চলবে, তা বলে দেওয়াই যায়। মনে করা হচ্ছে, ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে কলকাতা নাইট রাইডার্স সব থেকে এগিয়ে। নাইটদের হাতে ৬৪.৩ কোটি টাকা রয়েছে। দর উঠবে আরও অনেক পরিচিত মুখকে নিয়েই।
তবে শুধু চেনা মুখ নয়। অনেক অচেনা মুখের দিকেও নজর থাকবে। যাঁরা ভবিষ্যতের তারকা হয়ে ওঠার দাবিদার। কে বলতে পারে, সেখান থেকে বৈভব সূর্যবংশীর মতো ধূমকেতুর উত্থান হবে না? রইল সেই প্লেয়ারদের তালিকা।
বিহান মালহোত্রা: বৈভবেরই সতীর্থ বিহান। বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান বিহান মালহোত্রা পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। অনূর্ধ্ব-১৯ দলে পাঁচটি যুব ওয়ানডেতে ২৪৩ রান করে ইংল্যান্ড সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠে। একই সফরে দুটি যুব টেস্টে তিনি চার ইনিংসে ২৭৭ রান করে এবং সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল।
আরএস অম্বরিশ: তামিলনাড়ুর ১৮ বছর বয়সি অলরাউন্ডারের চলতি বছরের অক্টোবরে রনজি ট্রফিতে অভিষেক হয়। দুটি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি ৪৩ রান করেন, যার সর্বোচ্চ ২৮ রান এবং দুটি উইকেট নেয়। অনূর্ধ্ব-১৯ স্তরে, অম্বরীশ আটটি যুব ওয়ানডে খেলেছে। ৩১.২৫ গড়ে ১২৫ রান করেছে এবং ১০ উইকেট নিয়েছেন। যুব টেস্টে, তার ব্যাটিং গড় ২৯ এবং তিনটি ম্যাচে ছয় উইকেট রয়েছে।
সাহিল পারেখ: ১৮ বছর বয়সি বাঁ-হাতি আক্রমণাত্মক ওপেনার সাহিল পারেখ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক করেছে। বছরের শুরুতে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে সবার নজর কেড়েছে। আট ম্যাচে ১৭৭.১৯ স্ট্রাইক রেটে ২০২ রান করেছে এবং ঈগল নাশিক টাইটানসকে শিরোপা জিততে সাহায্য করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ স্তরে তার একটি সেঞ্চুরিও রয়েছে।
আকিব নবি: জম্মু ও কাশ্মীরের পেসার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেটশিকারী। বিশেষ করে ডেথ ওভারে কার্যকরী। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আটের নিচে ইকোনমি রেটে সাত ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। এর আগে একাধিক দলে নেট বোলার হিসেবে ছিলেন।
প্রশান্ত বীর: ইউপি টি-টোয়েন্টি লিগে নয়ডা সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। ২০ বছর বয়সী বাঁ-হাতি স্পিন-বোলিং অলরাউন্ডার সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও নজর কেড়েছেন। একটি সেঞ্চুরি করেছেন। ৬.৭৬ ইকোনমিতে নয় উইকেট নিয়েছিলেন।
বিদেশিদের মধ্যে নজরে থাকবেন ওয়াহিদুল্লাহ জাদরান। আফগানিস্তানের ১৮ বছর বয়সি অফ স্পিনার এবারের নিলামে সবচেয়ে কনিষ্ঠ। তার টি-টোয়েন্টি রেকর্ড অসাধারণ। যার মধ্যে ১৯ ম্যাচে ২৮ উইকেট, যার ইকোনমি রেট ৬.৭২। এছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার বায়ান্দা মাজোলাকে নিয়েও আগ্রহ দেখাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজি।
Published By: Arpan DasPosted: 07:58 PM Dec 15, 2025Updated: 07:58 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
