Advertisement
বোল্ড আউটফিটে ফাটাফাটি দর্শনা, বঙ্গতনয়ার রূপে ঘায়েল নেটপাড়া
কেমন লাগছে দর্শনাকে এই ঘায়েল করা লুকে?
মডেলিং দিয়ে শুরু করেছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের জার্নি, তারপর একে একে বাংলা ছবির জগতে তো বটেই একইসঙ্গে বাংলাদেশে ও দক্ষিণী চলচ্চিত্র জগতেও রমরমিয়ে কাজ করেছেন। তিনি অভিনেত্রী দর্শনা বণিক।
দর্শনার যে কোনও ছবি তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করার সঙ্গে সঙ্গেই উপচে পরে একাধিক অনুরাগীর মন্তব্য।
অভিনেত্রীর পঁচিশের ফিল্মোগ্রাফিতে রয়েছে 'দেবী চৌধুরাণী'। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবিতে দর্শনাকে দেখা যাবে সাগরের চরিত্রে।
Published By: Arani BhattacharyaPosted: 09:35 PM Jul 29, 2025Updated: 09:35 PM Jul 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
