Advertisement
সাধারণতন্ত্র দিবসে এবার বিশেষ চমক! কর্তব্যপথে ছুটবে দ্বিকুঁজের উট, আকাশে উড়বে ঈগলের ঝাঁক
বিশেষ প্রজাতির এই উট কিন্তু মরুভূমির নয়।
২০২৬-এর সাধারণতন্ত্র দিবসে এবার থাকছে বিশেষ চমক। প্রথমবার দিল্লির কর্তব্যপথে ছুটবে দ্বিকুঁজ বিশিষ্ট উট। মরুভূমির জাহাজ হিসেবে উটের খ্যাতি থাকলেও, বিশেষ প্রজাতির এই উট কিন্তু মরুভূমির নয়। শুধু তাই নয়, থাকছে যুদ্ধক্ষেত্রে সেনার সহায়ক বিশেষ প্রশিক্ষিত ঈগলের ঝাঁক।
জানা যাচ্ছে, ভারতীয় সেনার এই ভেটেরিনারি কর্পস প্রথমবার সরাসরি অংশ নিতে চলেছে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। এবং এই বাহিনীকে নেতৃত্ব দেবেন এই বাহিনীর ক্যাপ্টেন হর্ষিতা। তিন বছর আগে ভারতীয় সেনার ভেটেরিনারি কর্পস মহিলা অফিসার নিয়োগ শুরু করে। সেই নিয়োগের প্রথম ব্যাচেই নিযুক্ত হন হর্ষিতা।
সেনা সূত্রে খবর, ভেটেরিনারি কর্পসের স্কোয়াডে দুটি ডাবল-হাম্প বা দ্বিকুঁজ বিশিষ্ট উট থাকবে। ভারতীয় সেনা লাদাখে দু'বছর আগে আনুষ্ঠানিকভাবে এই প্রাণীকে সেনায় নিযুক্ত করে।
বিশেষ এই উট লাদাখের মতো উঁচু বরফ ঢাকা প্রান্তরে বিশেষ কার্যকরী। এখানকার প্রত্যন্ত অঞ্চলে টহল দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় রসদ পাঠাতে একমাত্র ভরসা এই উট।
মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় কাজ করতে সক্ষম এরা। ১৫-১৮ হাজার ফুট উচ্চতায় ২০০ কেজি ওজন নিয়ে সহজেই চলাফেরা করতে পারে এরা।
কর্তব্যপথে এবার থাকছে জান্সকার ঘোড়া। পূর্ব লাদাখের চরম আবহাওয়ায় সাবলীল এই দেশি ঘোড়াগুলি ভারতীয় সেনার অন্যতম সহায়ক। মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় কাজ করতে পারে এরা। ৭০ কেজি পর্যন্ত ওজন বইতে পারে এই ঘোড়াগুলি।
Published By: Amit Kumar DasPosted: 05:09 PM Dec 31, 2025Updated: 05:09 PM Dec 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
