Advertisement
'ওদের খাবার দিন, সাহায্য করুন', রাস্তার কুকুরশাবকদের জন্য জনসচেতনতার পাঠ স্বস্তিকার
কলকাতার পথে ছোট্ট ছোট্ট কুুকুরছানাদের কোলে তুলে বার্তা দিলেন আরও অনেকেই।
নাই বা আছে ঘর-আশ্রয়, তবু তো ওরা প্রাণ! ওদের কঠিন জীবনকে একটু সহজ করে দিতে সামান্য খাবার আর সহমর্মিতা চাই। পথ কুকুরছানাদের জন্য জনসচেতনায় এমনই বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
কালো শাড়ি, সিলভার জুয়েলারিতে সেজে রবিবার কলকাতার পথে নামলেন স্বস্তিকা। কোলে তাঁর খয়েরি, কালো, সাদা - নানা রঙের কুকুরছানা। দিব্যি পোজ দিয়ে ছবিও তুলল তারা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
শুধু শাবকদেরই নয়, অভিনেত্রীর আদর পেল মা সারমেয়রাও। পাড়ার যত লালু-ভুলু, সবাইকে একসঙ্গে জড়ো করে স্বস্তিকা বোঝালেন, তিনি নিজে কতটা কুকুরপ্রেমী। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
রাস্তার ছোট কুকুর ছানাদের বাঁচার উপায় ও সুস্থ থাকার বার্তা দিতেই রবিবার অভিনেত্রীর রাস্তায় নামা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
Published By: Sucheta SenguptaPosted: 08:58 PM Jan 29, 2023Updated: 08:58 PM Jan 29, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
