Advertisement
ইলামবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলে প্রিয় 'দিদি', কিনলেন শাড়ি, উত্তরীয়, পাঞ্জাবি
ভেষজ ও তাঁতের জাতীয় পতাকা তৈরি হচ্ছে শুনে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করার আগে জেলা প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর স্টলে ঢুকে পড়েন স্বয়ং মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ইলামবাজারে ব্লক সংলগ্ন ময়দানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকেই কিনলেন পছন্দের শাড়ি।
শুধু শাড়ি নয়, একটি তসর, বেশ কিছু উত্তরীয় এবং দু'টি পাঞ্জাবি কিনেছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয় ভেষজ ও তাঁতের জাতীয় পতাকা তৈরি হচ্ছে বলে জানতে পারেন তিনি। তা শোনা মাত্রই নিজে দেখতে চান।
এই ভেষজ ও তাঁতের জাতীয় পতাকার যাতে প্রচার করা যায়, আরও অনেকে জানতে পারেন, তার জন্য জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় জানান,"রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। বীরভূমেও ৬৭ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আজ স্বাবলম্বী হয়েছে। বীরভূম জেলাতেও তিনটি সৃষ্টিশ্রী আউট লেট রয়েছে। ঋণদান থেকে সুযোগ সুবিধা সব কিছুই সুবিধা দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।"
Published By: Subhankar PatraPosted: 10:44 PM Jul 29, 2025Updated: 10:48 PM Jul 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
