Advertisement
বিশ্বজয়ের মঞ্চে প্রোপোজ থেকে ইনস্টাগ্রামে বিচ্ছেদ, রইল স্মৃতি-পলাশের হৃদয়ভঙ্গের যাত্রা
মধুরেণ সমাপয়েৎ হল না স্মৃতি-পলাশের সম্পর্কের।
বিশ্বজয়ের মঞ্চে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব। বিয়ের কয়েকদিন আগে থেকে উৎসবের শুরু। আর শেষটা? না, রূপকথার সমাপ্তি হল না। 'পালরীতি'র সাধের বিয়ে আর দেখা হল দেশবাসীর। বরং সোশাল মিডিয়ার পোস্টে স্মৃতি মন্ধানা ও পলাশ মুছল, দুজনেই জানিয়ে দিলেন বিয়ে ভাঙছেন। মাঝে একরাশ অভিযোগ। রইল স্মৃতি-পলাশের সম্পর্ক ভাঙাগড়ার পুরো টাইমলাইন।
জুলাই, ২০২৪: ফিরে যাওয়া যাক দেড় বছর আগে। ক্রীড়াপ্রেমীদের 'ন্যাশনাল ক্রাশ' স্মৃতি মন্ধানা জানিয়ে দিলেন তিনি 'কমিটেড'। বলিউডের সুরকার পলাশ মুছলের সঙ্গে সম্পর্কের কথা জানালেন তিনি। ততদিনে সেই সম্পর্ক ৫ বছরে পা দিয়েছে। বর্ষপূর্তিতে কেক কেটে উদযাপন করে।
অক্টোবর ২০২৫: এরপর প্রায়ই দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে। বিশ্বকাপের মাঝেই পলাশ জানিয়ে দেন, “খুব তাড়াতাড়িই ইন্দোরের বউমা হতে চলেছেন স্মৃতি, এটুকু বলতেই পারি।” তবে তখনও বিয়ের তারিখ প্রকাশ্যে আনা হয়নি।
৩ নভেম্বর ২০২৫: ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরই প্রকাশ্যে আসে ২৩ নভেম্বর চার হাত এক হতে চলেছে। মহারাষ্ট্রের সাংলির ভূমিকন্যা স্মৃতি। সেখানেই বসবে বিয়ের আসর।
৩ নভেম্বর ২০২৫: সোশাল মিডিয়ায় পলাশ যে স্টোরি দেন, তাতে দেখা যায় তাঁর হাতে বিশ্বকাপ ট্রফি। সামনে স্মৃতি দু’হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে আকর্ষণীয় পলাশের হাতের ট্যাটু। সেখানে লেখা ‘এসএম১৮’। অর্থাৎ স্মৃতি মন্ধানা ও তাঁর জার্সি নম্বর ১৮।
২১ নভেম্বর ২০২৫: বিশ্বজয়ের মাঠ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফিল্মি কায়দায় স্মৃতিকে প্রোপোজ পলাশের। সঙ্গে একরাশ লাল গোলাপ। স্মৃতিও পলাশের হাতে আংটি পরিয়ে দেন। তারপর বিশ্বজয়ের মঞ্চকে সাক্ষী রেখে একে-অপরকে জড়িয়ে ধরেন। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের চোখে আনন্দাশ্রু। দু'জনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
২২ নভেম্বর ২০২৫: এদিকে স্মৃতির বাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। হাজির বিশ্বজয়ী সতীর্থরা। সাদা কুর্তা-পাজামায় মেয়েবাড়িতে হাজির হন পলাশ। 'সঙ্গীত'-এ বলিউডি গানে পলাশের বাহুডোরে ধরা পড়েন স্মৃতি। নাচের ছন্দে জীবনের ২২ গজ মাতান বিশ্বজয়ী।
২৩ নভেম্বর ২০২৫: বিয়ের দিন সকাল। আচমকাই বিপর্যয়। খবর আসে হৃদরোগে আক্রান্ত হলেন স্মৃতির বাবা। ফলে স্মৃতি-পলাশের বিবাহ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। ওই দিন বিকেলে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হন পলাশও।
Published By: Arpan DasPosted: 06:35 PM Dec 07, 2025Updated: 06:35 PM Dec 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
