Advertisement
৩ বছরের মাথায় সম্পর্কে শীতলতা, কীভাবে উষ্ণতা ফেরে সোনাক্ষী ও জাহিরের জীবনে?
সোনাক্ষী সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে গোপন কথা জানান সোনাক্ষী।
সাত বছরের সম্পর্ক। ভিনধর্মী বিয়ে বলে নানা কুকথাও শুনতে হয়েছে সোনাক্ষী-জাহিরকে। যদিও সোশাল মিডিয়ায় নজর রাখলে সুখী দাম্পত্যের ছবিই ধরা পড়ে। অথচ তিন বছর পেরতে না পেরতেই নাকি উষ্ণতা হারায় সম্পর্ক।
সোনাক্ষী সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে জানান, প্রায় চুলোচুলি হওয়ার জোগাড় হয়। একসময় তাঁদের মনে হয়েছিল সম্পর্ক বোধহয় আর টিকবে না। হয়তো পথ আলাদা হয়ে যাবে দু'জনের।
সোনাক্ষী সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে জানান, প্রায় চুলোচুলি হওয়ার জোগাড় হয়। একসময় তাঁদের মনে হয়েছিল সম্পর্ক বোধহয় আর টিকবে না। হয়তো পথ আলাদা হয়ে যাবে দু'জনের।
২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়েও করেছেন সোনাক্ষী ও জাহির। তাঁদের ভিনধর্মী বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। অনেকেই রে রে করে এসেছেন তাঁদের। আবার কেউ কেউ তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দেন।
হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি!
তবে নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। বারবার সোনাক্ষীকে বলতে শোনা গিয়েছে, তাঁদের বিয়ের মাঝে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়ায়নি।
Published By: Sayani SenPosted: 09:25 PM Dec 07, 2025Updated: 09:25 PM Dec 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
