Advertisement
গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রেমে মাখোমাখো নিক-প্রিয়াঙ্কা, অভিনব পোশাকে চমকে দিলেন কারা?
সিনে অনুরাগীদের বরাবরই অস্কারের পাশাপাশি নজর থাকে গোল্ডেন গ্লোবের দিকে।
৮৩ তম গোল্ডেন গ্লোব পুরস্কার ঘোষণা হয়েছে সদ্যই। রবিবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে চাঁদের হাট। সিনে অনুরাগীদের বরাবরই অস্কারের পাশাপাশি নজর থাকে এই পুরস্কারের দিকে।
মঞ্চ কাঁপালেন পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। তাঁদের মাঝে আলাদা করে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। 'দেশি গার্ল' এবার সত্যি 'গ্লোবাল'। যা ভারতের জন্য সত্যিই গর্বের বিষয়।
যদিও এই প্রথমবার নয়। এই নিয়ে তৃতীয়বার রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৭ সালে গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছিলেন 'দেশি গার্ল'। তারপর ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে দেখা যায় সংশ্লিষ্ট অনুষ্ঠানে। বছর ছয়েক বাদে আবারও গোল্ডেন গ্লোবে বড় দায়িত্বে অভিনেত্রী।
অফ শোল্ডার নীল গাউনে গোল্ডেন গ্লোবের মঞ্চে দেখা যায় তাঁকে। গয়না নজর কাড়ে সকলের। বিশেষত তাঁর হিরের নেকলেস এবং অনামিকার নীল হিরের আংটি নিয়ে চলছে জোর আলোচনা। প্রিয়াঙ্কার পাশে সাদা শার্ট, কালো ব্লেজারে যোগ্য সঙ্গত দেন নিক জোনাস।
গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে যেন একে অপরকে আগলে রাখলেন প্রিয়াঙ্কা ও নিক। চোখে চোখে করলেন প্রেমের ইশারা। সে ছবি, ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, তাঁদের দাম্পত্যের রসায়ন যে কতটা উষ্ণ, তা নাকি এগুলি দেখেই স্পষ্ট।
ভিন্ন মুডে ধরা দিলেন প্রিয়াঙ্কা-নিক। ছবিশিকারীদের সামনে নিকের বাহুলগ্না হয়ে দেখা যায় তাঁকে। অনেকেই বলছেন, তাঁরাই নাকি বিশ্বের সেরা দম্পতি।
কখনও দেখা গিয়েছে প্রিয়াঙ্কার চুল ঠিক করে দিচ্ছেন নিক। দু'জনের মিষ্টি ঝলক এখন সোশাল মিডিয়া কাঁপাচ্ছে। পাপ্পারাজ্জিদের জন্য নানা পোজ দিতেও দেখা গিয়েছে দম্পতিকে।
ঠিক যেন একে অপরের পরিপূরক। সকলের সামনে নিকের বো ঠিক করে দেন প্রিয়াঙ্কা। যা দেখে অভিভূত প্রত্যেকে। মোট কথা নিক-প্রিয়াঙ্কার আদুরে মুহূর্ত যেন গোল্ডেন গ্লোবের মঞ্চে যেন অন্য মাত্রা যোগ করেছে।
গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে নজর কেড়েছেন জেনিফার লরেন্স। ফুলেল গাউনে সকলে অবাক করে দেন তিনি। সবুজ এবং গোলাপি ফুলে ভরা পোশাক জুড়ে যেন প্রেমের মায়া।
Published By: Sayani SenPosted: 02:51 PM Jan 12, 2026Updated: 03:19 PM Jan 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
