Advertisement
বাংলাজুড়ে দেড় মাসের ফুটবলযজ্ঞ, কখন-কোথায় দেখবেন বেঙ্গল সুপার লিগের ম্যাচ? রইল সূচি
১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিএসএল নিয়ে বাংলা ফুটবলে উন্মাদনা তুঙ্গে।
জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ফুটবল প্রতিযোগিতা বেঙ্গল সুপার লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জুলাই মাসে একঝাঁক প্রাক্তন ফুটবলারের উপস্থিতিতে বেঙ্গল সুপার লিগের ‘লোগো’ উন্মোচিত হয়েছিল। নিলামে দল তৈরি করেছে আটটি টিম।
প্রতিযোগিতার ব্র্যান্ড আম্বাসেডর জার্মান কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস। ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিএসএল নিয়ে বাংলা ফুটবলে উন্মাদনা তুঙ্গে।
৮টা জেলার দল নিয়ে এই লিগ হবে। ৮টি দলের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ৬১টি ম্যাচ খেলা হবে। এদিন সূচিও প্রকাশ্যে আনা হয়েছে। পরের বছর ২৩ জানুয়ারি পর্যন্ত লিগ স্টেজের সূচি প্রকাশিত হয়েছে। প্রতিদিন সবচেয়ে বেশি দুটি করে ম্যাচ থাকছে। একটি ম্যাচ দুপুর ১টা ও আরেকটি ম্যাচ বিকেল ৪টে থেকে। ম্যাচ দেখা যাবে 'জি বাংলা সোনার' ও 'জি ফাইভ'
এই আটটি দল হল সুন্দরবন বেঙ্গল অটো এফসি, বর্ধমান ব্লাস্টার্স, বোলপুর কোপা টাইগার্স, এফসি মেদিনীপুর, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা-মুর্শিদাবাদ, নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি, নর্থ চব্বিশ পরগনা এফসি। লিগের পর নকআউট পর্বের খেলা হবে।
নকআউট পর্বে প্লেঅফ, এলিমিনেটর, কোয়ালিফায়ার, তৃতীয় পজিশনের ম্যাচ ও ফাইনাল হবে। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ফাইনাল হবে। প্রতিটা দলে সর্বনিম্ন ২৫টি ও সর্বোচ্চ ৩০জন প্লেয়ার থাকতে পারে।
এর মধ্যে সুন্দরবনের কোচ হয়েছেন মেহতাব হোসেন, হাওড়া-হুগলির কোচ জোসে ব্যারেটো, মালদা-মুর্শিদাবাদের কোচ শহিদ রমন, নর্থবেঙ্গলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। জেলা স্টেডিয়ামগুলোতে ম্যাচ হওয়ায় সমর্থকরা একাত্ম হতে পারবেন।
আইএফএ-র তত্ত্বাবধানে শ্রাচি স্পোর্টসের উদ্যোগে বেঙ্গল সুপার লিগ বাংলার ফুটবলের জন্য যুগান্তকারী প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। রাজ্যজুড়ে ফুটবলের দীর্ঘমেয়াদি ও বাণিজ্যিকভাবে সফল একটি পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বিএসএলের মাধ্যমে।
Published By: Arpan DasPosted: 03:01 PM Dec 08, 2025Updated: 03:01 PM Dec 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
