Advertisement
হৃতিক-কিয়ারার রোম্যান্সে বুঁদ বলিউড, 'ওয়ার ২'-এর ঝুলি থেকে রইল রোম্যান্টিক অ্যালবাম
'সাইয়ারা' ঝড়েও নেটপাড়া কাঁপাচ্ছে হৃতিক-কিয়ারা জুটি।
শুক্রবার 'ওয়ার ২'-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিল যশরাজ ফিল্মস। সদ্য মুক্তি পেয়েছে সিনেমার গান। আর সেখানেই হৃতিক-কিয়ারা জুটিকে দেখে নেটপাড়ার অনুমান, 'এই ছবি সুপারহিট হবেই।'
প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধলেন কিয়ারা আডবানি। আর পয়লাবারের ঝলকেই শোরগোল ফেলে দিয়েছেন তাঁরা।
৩১ জুলাই কিয়ারা আডবানির জন্মদিন। আর এই বিশেষ দিনেই নায়িকার 'ওয়ার ২' ঝলক দেখে পাগলপ্রায় পরিস্থিতি অনুরাগীদের।
সম্প্রতি 'ওয়ার ২' সিনেমা থেকে মুক্তি পেয়েছে 'আভা জাভা' গানটি। যা 'ব্রহ্মাস্ত্র' সিনেমার 'কেশরিয়া' গানটির আদলে তৈরি। যে ছবিতে মন কেড়েছিল রণবীর-আলিয়া জুটি। এবার তার পরিবর্তে লজর কাড়ল হৃতিক-কিয়ারা জুটি।
'সাইয়ারা' ঝড়েও নেটপাড়া কাঁপাচ্ছে হৃতিক-কিয়ারা জুটি। উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই প্রথমবার অ্যাকশন অবতারে ধরা দেবেন কিয়ারা আডবানি। ট্রেলারে ইতিমধ্যেই তার ঝলক দেখা গিয়েছে। সম্ভবত এক এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে
Published By: Sandipta BhanjaPosted: 09:28 PM Jul 31, 2025Updated: 09:28 PM Jul 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
