Advertisement
প্রকৃতির রোষে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ, ২০২৫-এর বিপর্যয়ের আর্থিক ক্ষতি কত? তালিকায় ভারত কোথায়?
দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানে।
কোথাও লু, কোথাও দাবানল, তো কোথাও ভয়ংকর বন্যা। ২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেলাগাম ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুদ্র প্রকৃতি। প্রাণহানির পাশাপাশি এই তাণ্ডবে আর্থিক ক্ষতিও নেহাত কম নয়। ক্ষয়ক্ষতির নিরিখে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের তালিকা প্রকাশ করল ব্রিটেনের 'খ্রিস্টান এইড' নামে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর মোট আর্থিক ক্ষতি হয়েছে ১২০ বিলিয়ন ডলার অর্থাৎ ১০.৮ লক্ষ কোটি। রিপোর্টে আরও বলা হয়েছে, এই বছর জলবায়ু পরিবর্তনের জেরে ১০টি সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিটিতে ১০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। সে হিসেবে সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়ার জঙ্গলে অগ্নিকাণ্ডে।
রিপোর্ট বলছে, এই দাবানলের জেরে আর্থিক ক্ষতি হয়েছে ৫.৪০ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, এই অগ্নিকাণ্ডের জেরে স্কটল্যান্ডের মতো শীতল দেশ এই বছর ভয়াবহ লু-এর কোপে পড়ে। এছাড়া কানাডাতে খরা, ফিলিপিন্সে টাইফুন, আইবেরিয়ান উপদ্বীপে রেকর্ড ভাঙা দাবানল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগগুলির মধ্যে অন্যতম।
২০২৫ সালে বিশ্বের কোনও অংশই প্রকৃতির কোপ এড়াতে পারেই। প্রতিটি মহাদেশই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যে ১০টি ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগের রিপোর্ট সামনে আনা হয়েছে তার মধ্যে ৬টি এশিয়ার। ক্যালিফোর্নিয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘূর্ণিঝড় ও বন্যা দ্বিতীয় ব্যয়বহুল দুর্যোগ। এর জেরে ২.২৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭৫০ জনের।
তালিকায় তৃতীয় ব্যয়বহুল দুর্যোগ হল চিনের বন্যা। এর ফলে ৩০ জনের মৃত্যু ও ১.০৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।
যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে এবার নাজেহাল অবস্থা হয়েছিল ভারত ও পাকিস্তানের। দুই দেশের মোট আর্থিক ক্ষতি ৫০.৩৬০ হাজার কোটি। এই বিপর্যয় প্রাণ কেড়েছে ১৮৬০ জনের। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি এই দুই দেশে।
Published By: Amit Kumar DasPosted: 07:58 PM Dec 27, 2025Updated: 08:10 PM Dec 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
