Advertisement
চোটের জন্য বাদ অক্ষর, ফিরছেন কুলদীপ! কিউয়িদের বিরুদ্ধে ভরসা দুই 'ফার্স্ট বয়'
দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অনায়াসেই জিতেছে ভারত। তবে বিশ্বকাপের আগে কোনওরকম ঝুঁকি নেওয়ার জায়গায় নেই টিম ইন্ডিয়া। একাধিক তারকা ফর্মে নেই। দলে দু'একটা জায়গায় খামতিও রয়েছে। সেই খামতি মিটিয়ে নিতে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া। তবে শুক্রবার টিম ইন্ডিয়ায় একাধিক বদল আসতে পারে।
ওপেনার হিসাবে অবশ্য অভিষেক শর্মার কোনও বিকল্প নেই। বুধবার নাগপুরে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক। এই নিয়ে ৮ বার ২৫ বা তার কম বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। টি-২০ ক্রিকেটের ফার্স্ট বয়ই ভারতীয় ব্যাটিংয়ের মূল ভরসা।
অভিষেক দুর্দান্ত ফর্মে থাকলেও তাঁর সঙ্গী সঞ্জু স্যামসন অবশ্য খানিকটা চিন্তায়। দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচে রান পাননি। তাই শুক্রবার রায়পুরে ফর্মে ফিরতে চাইবেন ভারতীয় উইকেটরক্ষক।
দীর্ঘদিন বাদে প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ হয়েছেন ঈশান। ব্যাটে রান পাননি। ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন। কিন্তু তিনি বিশ্বকাপ দলে রয়েছেন। তাই তিলক বর্মা না ফেরা পর্যন্ত তাঁকেই খেলানো হবে। আজও তিনি সুযোগ পাবেন।
অধিনায়ক সূর্যকুমার যাদব আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও এখনও ঝকঝকে ইনিংসের অপেক্ষায়। রায়পুরে বড় ইনিংসের আশায় নামবেন সূর্য। তবে তাঁর অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই।
পাঁচ নম্বরে ব্যাট করবেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। আগের ম্যাচেও শুরুটা ভালো করেছিলেন হার্দিক। বল হাতেও দারুন ফর্মে তিনি।
রিঙ্কু সিং দীর্ঘদিন বাদে প্রত্যাবর্তন ম্যাচ নিজের জাত চিনিয়েছেন। শেষ দিকে দারুন ফিনিশ করে দলের স্কোর তিনি পৌঁছে দেন ধরাছোঁয়ার বাইরে। রিঙ্কুর উপর শুক্রবারও বাড়তি দায়িত্ব থাকবে।
শিবম দুবে ভারতের ৭ নম্বরে ব্যাট করবেন। ইদানিং ব্যাট হাতে তাঁর ফর্ম নিয়ে খানিকটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে বল হাতে তিনি চমক দেখাচ্ছেন।
আট নম্বরে ফিট থাকলে খেলার কথা অক্ষর প্যাটেলের। কিন্তু ভারতীয় দলের সহ-অধিনায়ক আগের ম্যাচেই চোট পান। তাই তাঁকে শুক্রবার বিশ্রাম দেওয়া হতে পারে। বদলে দলে ঢুকতে পারেন কুলদীপ। সেক্ষেত্রে ব্যাটিং দুর্বল হবে।
Published By: Subhajit MandalPosted: 01:14 PM Jan 23, 2026Updated: 01:16 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
