Advertisement
সেঞ্চুরির পরও বাদ তারকা, দীর্ঘদিন বাদে কামব্যাক পেসারের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
কোন কম্বিনেশনে খেলবে টিম ইন্ডিয়া?
আজ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ভারতের। এরপর দীর্ঘ সময় আর ওয়ানডে খেলার কথা নয় টিম ইন্ডিয়ার। তাই এই সিরিজে নজর থাকবে ক্রিকেটবিশ্বের। বিশেষ করে নজর থাকবে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। তবে একই সঙ্গে আরও একাধিক তারকার দিকে নজর থাকবে। মনে করা হচ্ছে, ভারত বরোদাতেও নিজেদের পছন্দের ৩ স্পিনার এবং ৩ পেসারে নামতে পারে। একনজরে কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ?
রোহিত শর্মা: ২০২৭ বিশ্বকাপে খেলতে মরিয়া রোহিত। এই মুহূর্তে তাঁর ফিটনেস অন্য স্তরের। সঙ্গে ফর্মও দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সিরিজের সেরা হয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেই ভালো ফর্ম বজায় রাখার চেষ্টা করবেন রোহিত।
শুভমান গিল: আজকের ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে অধিনায়ক শুভমান গিলের দিকে। সদ্য টি-২০ দল থেকে বাদ পড়েছেন। ওয়ানডে-তে দীর্ঘদিন তাঁর ব্যাটে রান নেই। এদিকে মাঝে একটা সিরিজে সুযোগ পেয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। সেই যশস্বীকে বাদ দিয়েই আজ ফিরতে চলেছেন গিল। তাছাড়া চোটের জন্যও দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গিলের দিকে নজর থাকবে।
বিরাট কোহলি: কিং কোহলিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিনি সম্ভবত এই মুহূর্তে নিজের সেরা ফর্মে। শেষ সিরিজেও টুর্নামেন্টের সেরা হয়েছেন। ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যাবতীয় সংশয় এই সিরিজেই কাটিয়ে ফেলতে চাইবেন বিরাট।
শ্রেয়স আইয়ার: দীর্ঘদিন বাদে চোট সারিয়ে ফিরেছেন শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের অনুপস্থিতিতে তাঁর জায়গায় নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। সেই রুতুরাজকে দলেই রাখেনি বিসিসিআই। এবার শ্রেয়সের উপর চাপ থাকবে ফর্ম প্রমাণ করার।
কে এল রাহুল: সেই ২০২৩ বিশ্বকাপ থেকেই ভারতীয় ব্যাটিং বিভাগের অন্যতম ভরসার জায়গা কে এল রাহুল। উইকেটরক্ষক হিসাবেও তিনি ভরসা দিয়েছেন। রবিবার তাঁর উপর থাকবে ম্যাচ ফিনিশ করার ভার।
রবীন্দ্র জাদেজা: টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার। সাম্প্রতিক বেশ কিছু সিরিজে ব্যাটার হিসাবে ওয়ানডে ফর্ম খুব ভালো যাচ্ছে না। এই সিরিজে সেটা বদলাতে চাইবেন জাদেজা।
ওয়াশিংটন সুন্দর: কোচ গম্ভীরের আস্থার পাত্র। ব্যাট হাতে তাঁর প্রতিভা নিয়ে কারও মনে কোনও সংশয় নেই। বলটাও মন্দ করেন না। তবে ওয়ানডে-তে ভালো ফর্মে নেই সুন্দর। এদিন আরও একবার সুযোগ পেতে পারেন তিনি।
হর্ষিত রানা: কোচ গম্ভীরের আরও এক পছন্দের ক্রিকেটার। ধারাবাহিকতার অভাব থাকলেও উইকেট পাওয়ার একটা প্রবণতা তাঁর আছে। সেই সঙ্গে ব্যাট হাতেও দরকারে অল্প-বিস্তর রান করে দিতে পারেন। রবিবারও খেলবেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 11:08 AM Jan 11, 2026Updated: 11:08 AM Jan 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
