Advertisement
তিন বছর পর ফের ইডেনে KKR, বিরাট দ্বৈরথের আগে প্রস্তুতিতে ব্যস্ত রাসেলরা, দেখুন ছবি
নাইটদের পাশাপাশি বিরাটের ব্যাটিং দেখতেও তৈরি ক্রিকেটপ্রেমীরা।
করোনার প্রকোপে তিন বছর ইডেনের মাটিতে খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। অবশেষে অপেক্ষার অবসান। বৃহস্পতিবার ইডেনের মাঠে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে নাইট বাহিনী।
আগের ম্যাচেই ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বিরাট। ইডেনের মাটিতেও বরাবর সফল কিং কোহলি। তাঁকে দেখার জন্য আকুল কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
ইডেনের মাঠে নজির গড়ার মুখে দাঁড়িয়ে কেকেআরের অন্যতম প্রধান অস্ত্র আন্দ্রে রাসেল। ক্রিকেটের নন্দন কাননে বৃহস্পতিবার ১০০তম ম্যাচ খেলতে নামবেন ক্যারিবিয় অলরাউন্ডার। তার আগের দিন মাঠে নেমে ঘাম ঝরাতে দেখা গেল রাসেলকে।
আইপিএলে আলাদা দলের হয়ে খেললেও দেশের জার্সিতে তাঁরা সতীর্থ। কেকেআরের শার্দূল ঠাকুর, উমেশ যাদবকে দেখেই আড্ডার মেজাজে কিং কোহলি। কথা বললেন বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও।
প্র্যাকটিসের মধ্যেই ধরা পড়ল সৌহার্দ্যের দৃশ্য। নাইটদের আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে ব্যাটিং পরামর্শ দিলেন বিরাট। বিপক্ষের ক্রিকেটার নয়, গুরবাজের কাছে বিরাট তখন শুধুই ক্রিকেট গুরু।
Published By: Anwesha AdhikaryPosted: 02:02 PM Apr 06, 2023Updated: 02:02 PM Apr 06, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ