Advertisement
আলোয় ঝলমলে পার্ক স্ট্রিট, পিছিয়ে নেই জেলাও! বড়দিনে উৎসবের মেজাজে কলকাতা থেকে কোচবিহার
দেখে নিন টুকরো ছবি।
উৎসবের আমেজ রাজ্যজুড়ে। বড়দিনে ছুটির মেজাজে শহর থেকে শহরতলির সাধারণ মানুষ। রাস্তায় ভিড় জমিয়েছেন উৎসব মুখর জনতা। কলকাতা থেকে কোচবিহার সেই চিত্র সর্বত্র। দেখুন সেই টুকরো ছবি।
সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিস্ট। আলোয় ঝলমলে অ্যালেন পার্ক। প্রার্থনার জন্য ময়দান এলাকায় ক্যাথিড্রাল চার্চে যাচ্ছেন অনেকেই। সন্ধ্যা গড়িয়ে রাত যত বাড়বে, ততই ভিড় বাড়বে এই এলাকায়।
শুধু কলকাতার পার্ক স্ট্রিট বা ক্যাথিড্রাল চার্চ নয়, জেলায় জেলায় বিভিন্ন চার্চগুলিতে বাড়ছে ভিড়। বড়দিন উপলক্ষে কোচবিহার বাবুরহাট চার্চে চলছে প্রার্থনা। শুধু প্রার্থনা নয়, কোচবিহার এনএন পার্কে সান্টাকে ঘিরে উৎসবের আমেজ। বাচ্চাদের মধ্যে উপহারও বিলি করা হয়।
অন্যদিকে ছুটির মেজাজে থাকা জনতা সকাল থেকেই ভিড় জমিয়েছে ব্যান্ডেল চার্চে। ফাদার বলেন, "আজকের এই পবিত্র দিনে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের সকল মানুষের উপর আশীর্বাদ বর্ষিত হোক, ভালোবাসার মধ্যে দিয়ে সমস্ত মানুষ ভালো থাকুক।"
বুধবার মধ্যরাতে বিশেষ প্রার্থনা সভার করা হয় হুগলির ব্যান্ডেল চার্চে। আলোয় সেজে উঠেছে এই চার্চ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনেকে ঘুরতে আসছেন এই চার্চে।
বড়দিনের ছুটির দিনে ভিড় মায়পুর ইসকনেও। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই ধর্মস্থানে। খুশির মেজাজে দেখা গিয়েছে সবাইকে। রাধাকৃষ্ণের প্রার্থনায় অংশ নিয়েছেন অনেকে।
এদিকে আলিপুরদুয়ারের বিভিন্ন চার্চ কর্তৃপক্ষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায়ধ্যায়। মুখ্যমন্ত্রী চিঠি কালচিনি চার্চ মাস্টার কাছে তুলে দিলেন জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস ও কালচিনি ওসি অমিত শর্মা। আদিবাসী অধ্যুষিত জেলা আলিপুরদুয়ারে বড়দিন উপলক্ষে চারিদিক সাজো সাজো রূপ।
শুধু চার্চ বা ধর্মস্থানগুলিতেই ভিড় নয়, বড়দিন থেকেই পিকনিক মুডে বাঙালি। বড়দিন উপলক্ষে উৎসবের মেজাজে গা ভাসিয়েছে গোটা হুগলি জেলা। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন বিনোদন পার্ক, ঐতিহাসিক স্থাপত্য এবং গঙ্গার ঘাটগুলোতে থিকথিকে ভিড়। শীতের মিঠে রোদ গায়ে মেখে আট থেকে আশি সবাই মজেছেন পিকনিকের হুল্লোড়ে।
Published By: Subhankar PatraPosted: 07:02 PM Dec 25, 2025Updated: 07:09 PM Dec 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
