Advertisement
'হিন্দুবিদ্বেষী' বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের কাণ্ডারী হিন্দু অধিনায়ক, অতীতে কীভাবে হেনস্তার শিকার লিটন?
দুর্গাপুজোর শুভেচ্ছা জানানোয় ট্রোলড হয়েছেন লিটন।
বাংলাদেশে লাগাতার চলছে হিন্দু নির্যাতন। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, মন্দিরে হামলা, গণপিটুনি-নানাভাবে হেনস্তার মুখে পড়ছেন পদ্মাপাড়ের হিন্দুরা। কিন্তু সেই বাংলাদেশের অধিনায়ক হিসাবেই বেছে নেওয়া হল এক হিন্দু ক্রিকেটার-লিটন দাসকে।
ভারতে আদৌ টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ? এই নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা। বিসিবি জানিয়ে দিয়েছে তারা ভারতে আসতে রাজি নয়। ডামাডোলের মধ্যে অবশ্য বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ বোর্ড।
১৫ জনের স্কোয়াডে অধিনায়ক ওপেনার লিটন দাস। সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে সইফ হাসানকে। তবে লিটন ছাড়া আর কোনও হিন্দু ক্রিকেটার নেই বাংলাদেশ স্কোয়াডে। কিন্তু লিটন অধিনায়ক হতেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে, স্রেফ ধর্মীয় কারণে কীভাবে হেনস্তার মুখে পড়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দলে খেলেছেন লিটন। প্রথম থেকেই ধর্ম নিয়ে আক্রমণের মুখে পড়েছেন তিনি। ২০১৫ সালে দুর্গাপুজোর সময়ে নিজের ফেসবুকে দুর্গামূর্তির ছবি পোস্ট করেছিলেন। সেই বিষয়টিকে ইসলামি ভাবাবেগে আঘাত বলে অভিহিত করেন অনেকে।
লিটনের পোস্ট ঘিরে আছড়ে পড়ে সমালোচনার ঝড়। এমনকি ব্যক্তিগতভাবেও লিটনকে হুমকি দেওয়া হয়। ধেয়ে আসে কুৎসাও। লিটনকে ধর্ম বদলে ফেলার নিদানও দেন অনেকে।
একই ধরণের ঘটনা ঘটে ২০২৩ সালে। মহালয়া উপলক্ষে দেবী দুর্গার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন লিটন। আবারও সেই একইভাবে ট্রোলড হন তিনি। কেবল তারকা ক্রিকেটারকে কাঠগড়ায় তোলাই নয়, দেবী দুর্গাকেও অসম্মান করে নেটিজেনরা।
গতবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীনও মাঠে থাকা লিটনকে উদ্দেশ্য করে কটাক্ষ ধেয়ে আসে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা লিটনকে উদ্দেশ্য করে আমজনতা 'ভুয়া, ভুয়া' বলে চিৎকার করতে থাকেন।
যদিও পরে বিপিএলে দল ঢাকা ক্যাপিটালসের তরফ থেকে এই ঘটনার প্রবল নিন্দা করা হয়। টুর্নামেন্টের অন্যান্য দলগুলিও লিটনের পাশে দাঁড়ায়। তবুও লিটনক লক্ষ্য করে ধর্মবিদ্বেষী আক্রমণ এতটুকু কমেনি। খেলার মাঠে ব্যর্থ হলেও ধর্মপালনের ভিত্তিতে প্রশ্ন তোলা হয় তাঁকে নিয়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:27 PM Jan 05, 2026Updated: 04:27 PM Jan 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
