Advertisement
৩ ভারতীয় দলকে সংবর্ধনা নীতা আম্বানির, অমিতাভ-শচীনদের উপস্থিতিতে অ্যান্টিলায় চাঁদের হাট
অ্যান্টিলায় হরমন-রোহিতদের সংবর্ধনা নীতা আম্বানির।
২০২৫ সাল ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য ভালোই কেটেছে। বিশেষ করে মহিলা ক্রিকেট টিম ও দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল এবার বিশ্বকাপ জিতেছে। ২০২৪-এ রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই তিন দলের অধিনায়ককেই এক মঞ্চে নিয়ে এলেন নীতা আম্বানি।
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানির উদ্যোগে আয়োজন করা হয়েছিল 'ইউনাইটেড ইন ট্রায়াম্ফ'। মুম্বইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলায় এই অনুষ্ঠানে তিন ভারতীয় দলকে সব ভারতীয়র পক্ষ থেকে ধন্যবাদ জানান নীতা আম্বানি।
অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। পুরুষ ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সস্ত্রীক সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, রোহিত শর্মারা। বান্ধবীকে নিয়ে আসেন হার্দিক পাণ্ডিয়া। তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালও ছিলেন এই অনুষ্ঠানে।
প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন শচীন তেণ্ডুলকর। স্ত্রী ও কন্যাকে নিয়ে হাজির হন তিনি। বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড়ও ছিলেন। এছাড়া ছিলেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা, অলিম্পিক ও প্যারালিম্পিকের ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকার, দীপা মালিক, দেবেন্দ্র ঝাজাহারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে নীতা আম্বানি বলেন, "আমরা নতুন বছর শুরু করছি একটি বিশেষ উৎসব দিয়ে। পুরুষ, মহিলা ও ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দল, সবাই এখানে একই ছাদের নীচে। সব ভারতীয়ের পক্ষ থেকে, আমরা আজ রাতে তাদের সম্মান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "ভারতীয়দের হৃদয়ে খেলাধুলো আছে। তাঁদের জয় আজ আমাদের ঐক্যবদ্ধ করেছে। সেই জয় সেলিব্রেট করার এই সুযোগ আমরা ছাড়তে চাই না। তাঁদের ধন্যবাদ আমাদের এত আনন্দ দেওয়ার জন্য। "
ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, দৃষ্টিহীন দলের অধিনায়ক দীপিকা টিসি ও পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে নীতা আম্বানির ছবি ইতিমধ্যে ভাইরাল।
গত বছরের নভেম্বরে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারতীয় মহিলা দল। সেই দলের সদস্য স্মৃতি মন্ধানা, রাধা যাদব, অরুন্ধতি রেড্ডি, জেমাইমা রডরিগেজ, হরলিন দেওলরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু মাঠে নয়, মহিলা দলের ক্রিকেটারদের লুকসেও মুগ্ধ ক্রিকেটভক্তরা।
এর মধ্যে নজর কেড়েছে নীতা আম্বানির রূপসজ্জা। গোলাপি রংয়ের শাড়িতে সব আলো যেন তাঁর উপর পড়ছিল। আরও একটা বিষয় চোখে পড়েছে নেটিজেনদের। হিরে বসানো তিনি যে ঘড়িটা পরেছিলেন, তাঁর দাম প্রায় ৬ কোটি টাকা।
Published By: Arpan DasPosted: 03:58 PM Jan 06, 2026Updated: 03:58 PM Jan 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
