Advertisement
সর্বকালের সেরা ৫ ভারতীয় সিনেমায় 'ধুরন্ধর', তবুও আমিরের রেকর্ড ভাঙতে ব্যর্থ রণবীর সিং
শাহরুখ-সলমনদের টেক্কা দিয়ে ৫-এ রণবীর সিং।
এযাবৎকাল একাধিক ভারতীয় সিনেমা বিদেশের মাটিতে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। সেই তালিকায় যেমন বলিউড সিনেমা রয়েছে, তেমনই ডাকসাইটে বাজেটের দক্ষিণী ছবি আছে। এবার বিশ্বজুড়ে সর্বকালের সেরা ব্যবসা করা পাঁচ ভারতীয় সিনেমার তালিকায় নাম লিখিয়ে ফেলল 'ধুরন্ধর'। সেপ্রেক্ষিতে শাহরুখ-সলমনদের টেক্কা দিয়ে আমির খান, প্রভাসদের তালিকায় জায়গা করে নিলেন রণবীর সিং।
তালিকার প্রথমেই রয়েছে ‘দঙ্গল’। ২০১৬ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি আমির অভিনীত এই ছবিটি। যা এখনও পর্যন্ত উপার্জনের তালিকায় শীর্ষে নাম লিখিয়েছে। বিশ্বব্যাপী এই ছবির আয় ২০৭০ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে নাম রয়েছে দক্ষিণী তারকা প্রভাসের। ২০১৭ সালে মুক্তি পায় প্রভাস অভিনীত ‘বাহুবলী’ ছবির দ্বিতীয় পর্ব। বিশ্বজুড়ে এই ছবির ১৭৮৮ কোটি টাকা আয় করেছে।
তালিকার তৃতীয় স্থানে নাম রয়েছে আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২'র। ভারতের পাশাপাশি এই দক্ষিণী সিনেমা গোটা বিশ্বে ঝড় তুলেছিল। ১৭৪২ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা।
রাজামৌলীর RRR সিনেমা নিয়ে অস্কারের মঞ্চেও কম শোরগোল হয়নি। 'নাটু নাটু' গানের জন্য বিশ্বমঞ্চে জোড়া পুরস্কার পায় রামচরণ, জুনিয়র এনটিআরের সিনেমা। ১২৩০ কোটির ব্যবসা করে এই সিনেমা তালিকার চতুর্থ স্থানে।
আর পঞ্চম স্থানে রয়েছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। মাত্র ৩০ দিনেই ১২০৭ কোটি টাকার ব্যবসা করে সর্বকালের সেরা ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। আর এই বিজয়রথ যে এখনও থামবে না, তা হলফ করে বলা যায়।
এর আগে বিশ্বব্যাপী রমরমিয়ে ব্যবসা করা ভারতীয় সিনেমার তালিকায় নাম লিখেয়েছে অ্যাটলির 'জওয়ান'। শাহরুখ খান অভিনীত ছবি মোট ১১৬০ কোটি টাকার ব্যবসা করেছে।
এই তালিকায় রয়েছে সলমন খানের 'বজরঙ্গী ভাইজান'ও। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বিশ্বজুড়ে ৯২৫ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়েছিল। এবার ব্যাটেল অফ গালওয়ান সেই রেকর্ড ভাঙতে পারে কিনা? চোখ থাকবে সেদিকে। (ছবি- সংগৃহিত)
এর মধ্যে নজর কেড়েছে নীতা আম্বানির রূপসজ্জা। গোলাপি রংয়ের শাড়িতে সব আলো যেন তাঁর উপর পড়ছিল। আরও একটা বিষয় চোখে পড়েছে নেটিজেনদের। হিরে বসানো তিনি যে ঘড়িটা পরেছিলেন, তাঁর দাম প্রায় ৬ কোটি টাকা।
Published By: Sandipta BhanjaPosted: 09:26 PM Jan 05, 2026Updated: 05:36 PM Jan 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
