Advertisement
'ভারত সবার আগে', বাংলাদেশ প্রিমিয়ার লিগে 'না' ঋধিমা পাঠকের, কে এই সুন্দরী সঞ্চালিকা?
বাংলাদেশ বোর্ড 'বাদ' দেয়নি, নিজেই সরে এসেছেন বলে জানিয়েছেন ঋধিমা।
মুস্তাফিজুর রহমান বিতর্কে নয়া পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবর্তিত পরিস্থিতির উল্লেখ করে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সঞ্চালিকা ঋধিমা পাঠককে। তবে তাঁর নিজের দাবি, 'বাদ' দেওয়া হয়নি। দেশের স্বার্থে তিনি সরে এসেছেন।
সোশাল মিডিয়ায় ঋধিমা লিখেছেন, 'কয়েক ঘণ্টা ধরে একটা ধারণা ঘুরছে যে, আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা সত্যি নয়। বিপিএল থেকে আমি ব্যক্তিগত সিদ্ধান্তে সরে এসেছি। আমার কাছে সব সময় দেশ সবার আগে।'
তিনি আরও লিখেছেন, 'একটা অনুষ্ঠানে যাওয়ার চেয়ে ক্রিকেটের প্রতি আমার দায়বদ্ধতা বেশি। আমি বছরের পর বছর ধরে এই খেলাটার সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত। সততা, সম্মান ও আবেগের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি। সেটা বদলাবে না। আমি এই খেলার সততা ও স্পিরিটের সঙ্গে আছি।'
ভারতের খেলাধুলোর ধারাভাষ্যে যথেষ্ট পরিচিত মুখ ঋধিমা। স্টার স্পোর্টস ও সোনি স্পোর্টসের সঙ্গে কাজ করেছেন। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ বা মুম্বই প্রিমিয়ার লিগে সঞ্চালনা ও ধারাভাষ্যের কাজে তাঁকে দেখা গিয়েছে।
১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম। ক্রিকেটের সঞ্চালনার জগতে আসার আগে পুনে থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন। তারপর রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। সেখান থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ও ভালোবাসা।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় দুই লক্ষ। নিয়মিত ফিটনেস চর্চার ছবি-ভিডিও পোস্ট করেন। ক্রিকেটীয় জ্ঞান ও বিশ্লেষণের জন্য খ্যাতি রয়েছে। পাশাপাশি ক্রিকেট তারকাদের সঙ্গে তাঁর ইন্টারভিউ নেওয়ার ভঙ্গিও যথেষ্ট আকর্ষক বলে মনে করেন দর্শকরা।
এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে। বিপিএলের সঞ্চালনা ও ধারাভাষ্যে বৈচিত্র্য আনতে বিশ্বের বেশ কয়েকজন জনপ্রিয় মুখকে যুক্ত করা হয়েছিল। ভারতের ঋধিমা পাঠক ছাড়াও পাকিস্তানি সঞ্চালিকা জয়নাব আব্বাসও এই তালিকায় ছিলেন।
বিপিএলের পরবর্তী পর্যায়ে সঞ্চালনা ও ধারাভাষ্যের জন্য ঋধিমার যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জন্যই ঋধিমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সোশাল মিডিয়ায় ঋধিমা জানিয়েছেন, তাঁকে ‘বাদ’ দেওয়া হয়নি। ‘দেশের কথা’ ভেবে তিনি সরে দাঁড়িয়েছেন।
Published By: Arpan DasPosted: 02:22 PM Jan 07, 2026Updated: 02:22 PM Jan 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
