Advertisement
বছরের শুরুতেই বড়মা দর্শনে দেব, 'এবছর খুব একটা সহজ হবে না', ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাংসদের
কাকে বিঁধলেন সাংসদ?
পরনে সাদা-কালো টি শার্ট, জিন্স, চোখে সানগ্লাস। রবিবার দুপুরে বড়মার মন্দিরে পৌঁছন দেব। পুজো দিয়ে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তারকা সাংসদ।
কী বললেন দেব? তিনি বলেন, "আমি এমনিতেই ঠাকুরভক্ত। তবে বড়মার জন্য মনে আলাদা জায়গা রয়েছে। ওনার কাছে যা চেয়েছি, সবটাই পেয়েছি। বছরের শুরুতেই আশীর্বাদ নিতে এলাম। কারণ, সামনের বছরটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না।"
কিন্তু কেন এমন মন্তব্য করলেন দেব? সম্প্রতি স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের একটা মতানৈক্যের খবর প্রকাশ্যে এসেছে। পালটাও মন্তব্য করেছেন তারকা সাংসদ। দাবি করেছেন, বৈঠকের শুরুতেই নাকি তাঁকে চলতি বছর পুজোয় ছবি রিলিজ না করার আবেদন করা হয়েছে। যদিও এসবের মাঝেই গত শুক্রবারই অনুরাগীদের জন্য দারুণ খবর দিয়েছেন দেব। জানিয়েছেন, বিতর্ক, মান-অভিমান সরিয়ে পুজোয় ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। তাহলে রিলিজ নিয়ে টানাপোড়েনের কারণেই মন্তব্য? প্রশ্ন সিনেপ্রেমীদের।
চলতি বছর পুজোয় ফের পর্দায় ফিরছে 'দেশু' জুটি। স্বাভাবিকভাবেই এখন থেকেই উচ্ছ্বসিত অনুরাগীরা। এদিন সে প্রসঙ্গেও মুখ খুলেছেন দেব।
Published By: Tiyasha SarkarPosted: 07:10 PM Jan 04, 2026Updated: 07:10 PM Jan 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
