Advertisement
International Yoga Day: সারা বছর যোগাসনেই সুস্থ থাকেন করিশ্মা, অনুষ্কা, মালাইকারা, বিশেষ দিনে দেখে নিন তাঁদের যোগচর্চা
শুধু বলিউড তারকারাই নয়, যোগচর্চার ছবি পোস্ট করেছেন টলিউডের তারকারাও।
ফিট থাকার মন্ত্র যোগাসন। শুধু শরীর নয়, মনকেও ফুরফুরে রাখতে যোগার কোনও বিকল্প নেই। তাই আন্তর্জাতিক যোগ দিবসে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই মেতে উঠলেন যোগ ব্যায়ামে। হিমাচল প্রদেশে পাহাড়ের মাঝে মেডিটেশন করতে দেখা গেল দিয়া মির্জাকে। ছবি- ইনস্টাগ্রাম
যোগ দিবসে সুযোগ করে নিজের বাড়িতেই যোগ ব্যায়ামে মেতে উঠলেন অনুষ্কা শর্মা। তবে শুধু একটা দিনই নয়, অনুষ্কা রোজই নিয়ম মেনে যোগাসন করেন। ছবি- ইনস্টাগ্রাম
চমকে দিলেন করিনার ছোট ছেলে জে আলি খান। যোগ দিবসে তার যোগ ব্যায়ামের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি- ইনস্টাগ্রাম
মালাইকা আবার সবার থেকে একটু আলাদা। কখনও সুইমিং পুলে নেমে তো কখনও খোলা মাঠে দাঁড়িয়ে প্রাণায়ম সেরে ফেললেন মালাইকা। ছবি- ইনস্টাগ্রাম
যোগ দিবসে কঙ্গনা দিন শুরু করলেন শিবপুজোর মধ্য দিয়েই। কারণ, তাঁর কাছে শিবের মন্ত্রজপই পরম শান্তি। ছবি- ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 04:26 PM Jun 21, 2022Updated: 04:27 PM Jun 21, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
