অমৃত কুম্ভের সন্ধানে... মকর সংক্রান্তিতে 'আস্থার ডুব' সন্ত ও ভক্তদের
সকাল ৬টা ১৫ থেকে মহাকুম্ভে 'অমৃত স্নান' শুরু করেছেন নাগা সাধু ও ভক্তরা।
Tap to expand
বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের অমৃত যোগ শুরু হয়ে গিয়েছে ১৩ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
Tap to expand
১৪৪ বছর পর বিরাট এই মহাযজ্ঞে যোগ দিতে ৪৫ কোটির বেশি ভক্ত প্রয়াগরাজে উপস্থিত হবেন বলে মনে করা হচ্ছে। ছবি: হেমন্ত মৈথিল।
Tap to expand
সকাল ৬টা ১৫ থেকে মহাকুম্ভে 'অমৃত স্নান' শুরু করেছেন নাগা সাধু ও ভক্তরা। মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণে প্রথম স্নানপর্ব সারে শ্রী পঞ্চায়েতি আখড়া মহাননির্বাণী এবং শ্রী শম্ভু পঞ্চায়েতি অটল আখড়া। ছবি: হেমন্ত মৈথিল।
Tap to expand
মহাকুম্ভে বিভিন্ন সম্প্রদায়ের ১৩ টি আখড়া অংশ নিচ্ছেন। সরকারের বেঁধে দেওয়া সময়সূচি মেনে বাকি আখড়াগুলি স্নান পর্বে যোগ দেয়। আখড়াগুলির স্নানপর্ব সম্পন্ন হওয়ার পর গঙ্গায় আস্থার ডুব দেন ভক্তরা।
Tap to expand
ভারতীয় ভক্তদের পাশাপাশি এবার মহাকুম্ভে ভিড় জমিয়েছেন বিরাট সংখ্যায় বিদেশি সাধু ও ভক্তরা। ছবি: হেমন্ত মৈথিল।
Tap to expand
সোমবারই দেড় কোটিরও বেশি মানুষ ডুব দিয়েছিলেন গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে। আগামী কয়েকদিন ধরে জারি থাকবে এই স্নান প্রক্রিয়া। ছবি: হেমন্ত মৈথিল।
Tap to expand
বিরাট এই ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যবস্থাপনায় কোনও খামতি রাখেনি যোগী সরকার। ত্রিস্তরিয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
Tap to expand
প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ছবি: হেমন্ত মৈথিল।
Published By: Amit Kumar DasPosted: 12:38 PM Jan 14, 2025Updated: 12:57 PM Jan 14, 2025
সকাল ৬টা ১৫ থেকে মহাকুম্ভে 'অমৃত স্নান' শুরু করেছেন নাগা সাধু ও ভক্তরা।