Advertisement
সিএসকে-মুম্বই-কেকেআর, IPL-এর সফলতম তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ, তালিকায় কারা?
তালিকায় রয়েছেন রাহানে থেকে ভাজ্জিরা।
১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের মিনি নিলামে উড়েছে ২১৫ কোটি টাকা। এবারের নিলামে বিক্রি হয়েছেন ৭৭ জন ক্রিকেটার। যার মধ্যে ২৯ জন বিদেশি। এই আবহে ঝালিয়ে নেওয়া যাক, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা তিনটি দলে খেলা ক্রিকেটারদের তালিকা।
রবিন উথাপ্পা: আইপিএল কেরিয়ারে তিনটি সফল ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর হাতেখড়ি হয়। ২০১৪-১৯ পর্যন্ত তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ২০২১-২২ সালে চেন্নাই সুপার কিংসে খেলে অবসর নেন তিনি। ২০১৪ সালে কমলা টুপিও জেতেন। ২০৫টি আইপিএল ম্যাচে ৪৯৫২ রান রয়েছে তাঁর। গড় ২৭.৫১। স্ট্রাইকরেট ১৩০.৩৫। ২৭টা হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
অজিঙ্ক রাহানে: ২০০৮-০৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। চেন্নাইয়ে খেলেছিলেন ২০২৩-২৪ মরশুমে। ২০২২ সালে একবছরের জন্য কেকেআরে এসেছিলেন। গত মরশুমে নাইটদের ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ রান করলেও সফল হয়নি তাঁর দল। আসন্ন মরশুমেও তাঁকে দেখা যাবে কেকেআরে। সব মিলিয়ে ১৯৮টি আইপিএল ম্যাচে ৫০৩২ রান করেছেন। যার মধ্যে ২টি সেঞ্চুরি, ৩৩টি হাফসেঞ্চুরি। গড় ৩০.২৫। এবারের মিনি নিলাম থেকে যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কেকেআর। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমানদের মতো বড় নামকে কিনেছে কেকেআর। শুধু তাই নয়, পরের দিকে জাতীয় দলের পেসার আকাশ দীপ, রাচীন রবীন্দ্রদের নিয়েছেও। এখন দেখার, আগামী আইপিএলে কেমন খেলেন রাহানেরা।
হরভজন সিং: ২০০৮ থেকে ২০১৭, টানা দশ বছর ভাজ্জি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। মুম্বইয়ের হয়ে তিনি একাধিক আইপিএল শিরোপাও জিতেছেন। এরপর ২০১৮-২০ পর্যন্ত তিনি ছিলেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে। দু'বার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২১ সালে কেকেআরে খেলেন। সব মিলিয়ে ১৬৩টি আইপিএল ম্যাচে ১৫০ উইকেট রয়েছে তাঁর। গড় ২৬.৮৭। ওভারপিছু রান দিয়েছেন ৭.০৮ করে।
পীযূষ চাওলা: এই লেগ স্পিনারের নামের পাশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানান রেকর্ড। আইপিএলের ইতিহাসে তিনবার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ভারতের হয়ে সংক্ষিপ্ত কেরিয়ার সত্ত্বেও, চাওলা টিম ইন্ডিয়ার হয়ে দু’টি বিশ্বকাপ জিতেছেন, ২০০৭ এবং ২০১১ সালে। আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (২০১৪-১৯), চেন্নাই সুপার কিংস (২০২০) এবং মুম্বই ইন্ডিয়ান্সে (২০২১, ২০২৩-২৪) চুটিয়ে খেলেছেন তিনি। নাইটদের হয়ে শিরোপাও জিতেছেন। সব মিলিয়ে ১৬৫ ম্যাচে ১৫৭ উইকেট রয়েছে তাঁর।
টিম সাউদি: আসন্ন মরশুমে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসারকে বোলিং কোচ হিসাবে নিয়োগ করেছে কেকেআর। ৩৬ বছর বয়সি এই তারকা ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে কেকেআরে খেলেছেন। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্য ২০১১ সালে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে। মুম্বইয়ে তিনি ছিলেন ২০১৬-১৭ সালে। সব মিলিয়ে ৪৩ আইপিএল ম্যাচে ৩১ উইকেট পেয়েছেন এই কিউয়ি তারকা।
Published By: Prasenjit DuttaPosted: 08:09 PM Dec 19, 2025Updated: 08:09 PM Dec 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
