Advertisement
সংসদে আগুন, রাস্তায় লাশ! গণবিক্ষোভে পুড়ছে নেপাল, ছবিতে 'জেন-জেড' বিদ্রোহ
শ্রীলঙ্কা, বাংলাদেশের পথেই এবার হাঁটছে আরেক প্রতিবেশী দেশ নেপাল!
৮ সেপ্টেম্বর, ২০২৫: কাঠমান্ডুতে নেপালের সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের প্রতিরোধে মোতায়েন পুলিশ বাহিনী। বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনা। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন প্রতিবাদীর। জখম শতাধিক। ছবি: পিটিআই
৮ সেপ্টেম্বর, ২০২৫: নেপালেফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ। প্রতিবাদে সংসদ ভবনে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা ছাদ থেকে করিডর উচ্ছ্বাস দেখাচ্ছেন তাঁরা। আরও বহু মানুষ ভবন ঘিরে বিক্ষোভও দিতে থাকেন তাঁরা। ছবি: পিটিআই
৮ সেপ্টেম্বর, ২০২৫: শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো এবার কি একই পথে হাঁটছে নেপালও? দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবন ঢুকে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। বহু প্রতিবাদীকে কাচের দরজা-জানলা লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে দেখা গিয়েছে। প্রতিরোধে নেমেছে নেপালের পুলিশ। প্রতিবাদীদের আটকাতে জলকামানও ব্যবহার হয়। ছবি: পিটিআই
৮ সেপ্টেম্বর, ২০২৫: নেপালের সর্বোচ্চ প্রশাসনিক ভবন ঢুকে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। ভবনে আগুন এবং ধোঁয়াও দেখা গিয়েছে। এছাড়াও বহু প্রতিবাদীকে কাচের দরজা-জানলা লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে দেখা গিয়েছে। জ্বলন্ত সংসদ ভবনের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ছেন প্রতিবাদীরা। ছবি: পিটিআই
৮ সেপ্টেম্বর, ২০২৫: বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এরপরেও বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনা। পথে বসেই প্রতিবাদ কর্মসূচী বিক্ষোভকারীদের। ছবি: পিটিআই
৮ সেপ্টেম্বর, ২০২৫: রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে নেপালের জনতা। প্রতিবাদকারীরা কাঠমান্ডুতে সংসদ ভবনের বাইরে সংঘর্ষের সময় পুলিশের একটি সাঁজোয়া গাড়িকে ঘিরে ফেলেছে। ছবি: পিটিআই
৮ সেপ্টেম্বর, ২০২৫: রণক্ষেত্র পরিস্থিতি রাজধানী কাঠমান্ডুতে। সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি নেপালে সব ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেদেশের তরুণ প্রজন্ম। বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনা। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন প্রতিবাদীর। জখম শতাধিক। ছবি: পিটিআই
Published By: Rakes KanjilalPosted: 05:44 PM Sep 08, 2025Updated: 05:44 PM Sep 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
