Advertisement
পুজো কার্নিভ্যালে রঙিন কলকাতা, রেড রোডে চাঁদের হাট
বাঙালির সেরা উৎসবের মধুর সমাপ্তি।
বেশ কয়েক বছর ধরেই বাঙালির সেরা উৎসবের সমাপ্তি হচ্ছে কার্নিভ্যালের মধ্যে দিয়ে। দু'বছর পর এবার রেড রোডের সেই কার্নিভ্যাল আরও আকর্ষণীয় ও জমকালো।
ইউনেস্কোর তরফে এবার হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। তাই তার উদযাপনে ছিল বাড়তি জৌলুস। উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।
কার্নিভ্যাল দেখার উৎসাহ সাধারণ মানুষের মধ্যেও কম ছিল না। বড়দের পাশাপাশি কচিকাঁচারা ভিড় করেছিল শোভাযাত্রা দেখতে।
এদিন প্রত্যেকটি পুজোর প্রদর্শনীর জন্য বরাদ্দ ছিল তিন মিনিট। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পুজো কমিটির প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বেশে এক শিশুশিল্পীকে দেখা যায়।
বৃষ্টির আশঙ্কা শনিবার ছিল না। পরিষ্কার আকাশ থাকায় কার্নিভ্যাল দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ভালভাবেই সামলায় পুলিশ।
Published By: Suparna MajumderPosted: 09:47 PM Oct 08, 2022Updated: 01:59 PM Oct 09, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
