Advertisement
অন্য নারীর সঙ্গে যৌনতায় মত্ত পলাশ! দেখে বেধড়ক মার সতীর্থদের, স্মৃতির বিয়েভাঙার রাত নিয়ে বিস্ফোরক বন্ধু
মুছল পরিবারকেই 'জোচ্চোর' তকমা দিচ্ছেন স্মৃতির ছোটবেলার বন্ধু।
উৎসবের সব আয়োজন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয় দুঃখজনক। গত বছরের ২৩ নভেম্বর গায়ক পলাশ মুছলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিকেটার স্মৃতি মন্ধানার। কিন্তু সেই বিয়ে আর হয়নি।
এর জন্য যে পলাশের লাম্পট্য দায়ী, এমন অভিযোগও উঠেছে। সেই নিয়ে এবার মুখ খুললেন স্মৃতির ছোটবেলার বন্ধু। তাঁর বক্তব্য পলাশকে সেদিন বেধড়ক মারেন স্মৃতির ক্রিকেটার বন্ধুরা।
তা নিয়ে বিদন্যান বলেন, "আমি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ওকে অন্য এক মহিলার সঙ্গে বিছানায় হাতেনাতে ধরা হয়। সে এক ভয়ানক দৃশ্য! তারপর ভারতের মহিলা দলের ক্রিকেটাররা পলাশকে বেধড়ক মারে।"
সঙ্গে বিদন্যানের অভিযোগ, "আসলে ওদের গোটা পরিবারটাই জোচ্চোর। আমি তো ভেবেছিলেন পলাশ বিয়ের পর সাংলিতেই সংসার করবে। কিন্তু গোটা ঘটনায় আমি পুরো বোকা হয়েছি।"
এখানেই শেষ নয়। বিদন্যান সিনেমার প্রযোজক। তাঁর থেকে সিনেমা তৈরির নামে ২০২৪ সালে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন পলাশ মুছল। তাঁর সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্দানা।
কিন্তু সেখানেও প্রতারণা পলাশের! এখন বিদন্যান বলছেন, "আমি গতমাসে পলাশের মা অমিতা মুছলের সঙ্গে দেখা করি। উনি বলেন সিনেমার বাজেট বেড়ে ১.৫ কোটি হয়েছে। উনি আমাকে আরও ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে বলেন। নাহলে আমি নাকি কিছুই ফেরত পাব না। ওরা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। হুমকিও দেয়।"
পলাশের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বিদন্যান। তাঁর আরও বক্তব্য, "বিয়ে ভাঙার পর ওরা আমাকে ব্লক করে দেয়। আমি খবর পাই, সিনেমার কলাকুশলীরা কোনও টাকাই পাননি। আমি জানতাম সিনেমা জগতে এরকম হয়। কিন্তু এটা তো পুরো জোচ্চুরি।"
বিদন্যান আরও জানান, "আমার কাছে মেসেজ ও ফোনে কথাবার্তার সব প্রমাণ আছে। যেগুলো আমি পুলিশ ও মিডিয়ার কাছে পাঠিয়ে দেব।" যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পলাশ।
Published By: Arpan DasPosted: 11:17 AM Jan 24, 2026Updated: 11:17 AM Jan 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
