Advertisement
বরফে মোড়া মানালিতে বিকিনি পরে লম্ফঝম্প! 'ন্যাকামি আর ধরে না', বিতর্কে ইনফ্লুয়েন্সার
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
রাস্তাঘাটে, বাসে-ট্রেনে গানের সুরে কেউ সুর মেলাচ্ছেন। আবার কেউ নাচছেন। রিলসের নেশা কাটানো এমনই কঠিন। আর বুঁদ হয়ে সেই রিলস দেখে চলেছেন বহু মানুষ। হু হু করে বাড়ছে ভিউ। আর তার সঙ্গে লাফিয়ে বাড়ছে জনপ্রিয়তা।
বর্তমানে তাই ভাইরাল হওয়ার বাসনায় যা ইচ্ছা তাই করেই চলেছেন কেউ কেউ। বিশেষত 'ইনফ্লুয়েন্সার'রা এক এক সময় যা কাণ্ড ঘটান, তা কল্পনাতীত। ঠিক যেমন মেঘা রানি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখলেই তা স্পষ্ট হবে নিমেষে।
নিশ্চয়ই ভাবছেন, এত ইনফ্লুয়েন্সার থাকতে কেন জনৈক মেঘা রানির কথা বলা হচ্ছে। আসলে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু মেঘা। পায়ে স্নিকার্স আর বরফে মোড়া মানালিতে তাঁর কালো বিকিনির লুকস যেন নেটদুনিয়ায় হটকেক।
ব্যাপারটা খোলসা করা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি রিলস ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে, মেঘা রানি বরফে মোড়া শ্বেতশুভ্র মানালিতে মনের সুখে নানা কাণ্ড কারখানা করছেন।
কখনও নাচছেন। কখনও বসে বসে বরফ নিয়ে খেলা করছেন। অদৃশ্য কারও দিকে বরফ ছুঁড়ছেন। আবার কখনও বরফে গা এলিয়ে গাইছেন। শুধু তাই নয় পাহাড়ের উপরে উঠে একেবারে বলিউডি ছবির কায়দায় শিফন শাড়ির আঁচল ওড়াচ্ছেন।
মেঘা রানির ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে মানালির আরও বেশ কয়েকটি ভিডিও। যাতে এটা স্পষ্ট যে, তিনি বিকিনির উপর প্রথমে লাল শাড়ি পরে রিলটির শুটিং করেন। পরে আবার বিকিনিতে রিলস করেন। অনেকেই বলছেন, ধন্যি বটে মেঘা রানি!
শুধু মানালি নয়। সমুদ্র হোক কিংবা পাহাড় - যেখানে যান না কেন মেঘা রানি ঠিক এই কাজই করে থাকেন। সম্ভবত এভাবেই জনপ্রিয় হতে চান তিনি। তবে সত্যি কি তাই, এভাবে আদৌ জনপ্রিয়তা পাওয়া সম্ভব!
পায়ে স্নিকার্স। আর পরনে বিকিনি। এদিকে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে। রিলস দেখেই যেন ঠাণ্ডায় কাঁপছেন নেটিজেনদের একাংশ। ঠাণ্ডার কথা ভাবলেও যাঁদের ঠাণ্ডা লাগে, তাঁরা আঁতকে উঠছেন। তাঁদের একটাই প্রশ্ন, "এ-ও সম্ভব?"
Published By: Sayani SenPosted: 09:11 PM Jan 23, 2026Updated: 09:29 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
