Advertisement
শিবই 'প্রথম প্রেম' আফগান সাদাফের, পালন করেন ব্রতও! 'স্প্লিটসভিলা'র এই লাস্যময়ীকে চেনেন?
'এমটিভি'র রিয়ালিটি শোয়ের এই আইক্যান্ডিকে চেনেন?
কাবুলিওয়ালাদের দেশের কন্যা, শৈশব থেকেই শিবের প্রেমে মত্ত সে। মহাদেবের টানে বহুবার আধ্যাত্মিক সফরে ভারতে এসেছেন। তবে এবার তাঁর ডাক পড়েছে 'এমটিভি'র রিয়ালিটি শোয়ের জন্য।
যে আফগানিকন্যাকে নিয়ে বর্তমানে নেটভুবনে চর্চার অন্ত নেই! অতঃপর খোঁজ পড়ল তাঁর ঠিকুজি-কুষ্ঠীর। কে তিনি? ৯ই জানুয়ারি থেকে শুরু হয়েছে 'স্প্লিটসভিলা'র ১৬তম মরশুম। আর সেখানেই সমস্ত প্রতিযোগীদের মধ্যে নজর কেড়ে নিয়েছেন সদাফ শঙ্কর।
যিনি আদতে আফগানিস্তানের বাসিন্দা। তবে ভারতের মন জয়ের জন্য কোনওরকম 'পাবলিসিটি স্টান্ট' করতে হয়নি তাঁকে।
নীরবে সকলের থেকে লাইমলাইট কেড়ে নিয়েছেন 'স্প্লিটসভিলা ১৬'র অন্যতম প্রতিযোগী সদাফ শঙ্কর। জানা গেল, গত এক দশক ধরে ভারতে বসবাস করছেন তিনি। কিন্তু জনপ্রিয় রিয়ালিটি শোয়ের জন্য এই প্রথম ডাক পড়েছে তাঁরা।
অবিশ্বাস্য আত্মবিশ্বাস, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর ছকভাঙা জীবনকাহিনির জন্যে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল জাগিয়েছেন সদাফ।
সাদাফ শঙ্কর একজন পারসী বংশোদ্ভূত মডেল। যিনি আফগানিস্তানে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে মুম্বাইতে বাস করেন কর্মসূত্রে। 'স্প্লিটসভিলা ১৬'র এই প্রতিযোগী নাকি নিত্য সোমবার করে মহাদেবের ব্রতও পালন করেন। যা শুনে অনুরাগীরা বলছেন, 'সনাতনী ম্যাজিক একেই বলে!'
গত ১০ বছর ভারতে কাটানোর সুবাদে এখানকার সংস্কৃতিকে মনপ্রাণ দিয়ে ভালোবেসে পেলেছেন সদাফ। নিজেকে 'জন্মগতভাবে ড্রামা কুইন' হিসেবে বর্ণনা করলেও সদাফ জানিয়ে দিয়েছেন তিনি মনের দিক থেকে আদ্যোপান্ত ভারতীয়। এবং মেজাজে ফিল্মি।
Published By: Sandipta BhanjaPosted: 09:48 PM Jan 12, 2026Updated: 09:48 PM Jan 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
