Advertisement
যমজ প্রেমিকদের সঙ্গে বিছানায় ঝড়! থাই যুবতীর কাণ্ড মুহূর্তে ভাইরাল
দুই পরিবারই নাকি সিলমোহর দিয়েছে এমন অদ্ভুত সম্পর্কে! এদিকে নেটভুবনে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু যুবতী জানাচ্ছেন, এসব নিয়ে মাথা ঘামাবার সময় তাঁর নেই। সমালোচনাকে খুব একটা আমলও দিতে চান না তিনি।
শেয়ারিং ইজ কেয়ারিং। একথা কে না জানে! কিন্তু সেকথা রমণের ক্ষেত্রে কোনওদিনও খাটতে পারে না। ত্রিকোণ প্রেমের কত রকমের পরিণতির কথাই আমরা জানি। তা নিয়ে সিনেমা-সাহিত্যও কম হয়নি। কিন্তু এতদিনের সেই সব ধারণাকে চূর্ণ করে দিতে চেয়েছেন থাইল্যান্ডের এক যুবতী। যিনি সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, একই বিছানায় তিনি তাঁর দুই প্রেমিককে পেয়েছেন। এবং তাঁরা যমজ!
২৪ বছরের যুবতীর নাম ফাহ বলেই জানা গিয়েছে। টিকটকে তাঁর ফলোয়ার ৮৫ হাজার। গত ১২ ডিসেম্বর সেই সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওয় তিনি জানিয়ে দেন, একসঙ্গে দুই ভাইকেই 'ডেট' করছেন তিনি। সেই ভিডিওর ক্যাপশনে ফাহ লিখে রেখেছেন, 'আমার দুই প্রেমিককে লুকিয়ে রাখছি। দুজন প্রেমিক আছে এমন মেয়ে খুঁজে পাওয়া বিরল, তাই না?'
এরপর ১৪ ডিসেম্বর আরও একটি ভিডিও পোস্ট করেন ফাহ। সেখানে তাঁকে দুই যমজ ভাইয়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে। কেবল বসে থাকাই নয়, দুই ভাই একসঙ্গে তাঁদের প্রেমিকার গালে এঁকে দিচ্ছেন চুম্বন-চিহ্ন!
দেখা গিয়েছে, সেদিন ফাহ তাঁর জন্মদিন পালন করছিলেন প্রেমিকদের সঙ্গে। পিছনে দেখা গিয়েছে জন্মদিন লেখা ব্যানার। দুই যমজ ভাইকেও দেখা যায় কেক হাতে, যেখানে চারটি মোমবাতিও রয়েছে।
নেট ভুবনে যা ঘটে সব সত্যি কিনা তা নিয়ে হাজারো জল্পনা রয়েছে। ফাহ যা দাবি করছেন, তাতেও কতটা সত্যতা রয়েছে তা নিয়ে তর্ক চলতে পারে। মনে হতেই পারে, এটাও ভিউ বাড়ানোর কোনও কৌশল কিনা। তবে ফাহ কিন্তু জানিয়ে দিয়েছেন তাঁর এই সম্পর্ক একদম রক্তমাংসের বাস্তব।
ফাহ জানিয়েছেন, তিনি এক বছরেরও বেশি সময় ধরে সিঙ্গলই ছিলেন। সেই সময়ই যমজ ভাই সিং ও সুয়ে তাঁকে প্রপোজ করেন। কোনও সংবাদমাধ্যমের দাবি গত এক বছর ধরে তাঁদের প্রেম চলছে। আবার কারও দাবি, এই সম্পর্কের বয়স খুব বেশি হলে মাস ছয়েক।
তবে সম্পর্ক যতদিনেরই হোক, তাঁদের পরিবার নাকি তা মেনেও নিয়েছে! তিনজন একসঙ্গেই থাকেন। এবং শেয়ার করেন এক বিছানাও! অর্থাৎ দুই ভাইয়ের সঙ্গে একসঙ্গেই শরীরী খেলায় মেতে ওঠেন ফাহ। সংবাদমাধ্যমের দাবি তেমনই। প্রতীকী ছবি।
ফাহ নাম্নী ওই থাই যুবতীর প্রেমিকেরা বয়সে তাঁর থেকে বছরখানেকের ছোট। দু'জনই নাকি বেশ লাজুক। ক্যামেরার সামনে মুখ দেখাতে খুব একটা আগ্রহী নন। এবং সেই সঙ্গেই ফাহ জানিয়েছেন, তাঁকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কোনও রেষারেষি নেই।
Published By: Biswadip DeyPosted: 11:12 PM Jan 22, 2026Updated: 11:12 PM Jan 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
