Advertisement
বহু প্রেমের পর ষাটেও মোস্ট এলিজেবল ব্যাচেলার! সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য-ক্যাট, কাদের মন দিয়েছেন সলমন?
কারা রয়েছেন এই তালিকায় দেখে নিন একনজরে।
তাঁর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিনি বলিউডের সুপারস্টার সলমন খান। ভাইজানের অনুরাগী অগণিত। তবে কেরিয়ারে সার্থক হলেও প্রেম কিংবা সম্পর্ক তাঁর বারবার ভেঙেছে। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বহু নায়িকার। সেই তালিকায় রয়েছেন সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য কিংবা ক্যাটরিনা। দীর্ঘ এই ফিল্মি কেরিয়ারে এমন অনেকের সঙ্গেই প্রেমের সম্পর্ক নিয়ে নাম জড়িয়েছে সলমনের। কারা রয়েছেন সেই তালিকায় দেখে নিন একনজরে।
সলমন খান ও সঙ্গীতা বিজলানির সম্পর্কের গুঞ্জন একসময় ছিল ইন্ডাস্ট্রির 'হট কেক'। আশি থেকে নব্বইয়ের দশকে তাঁদের দু'জনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। তবে সেই চর্চা কয়েকগুণ বেশি হয়েছিল যখন তাঁদের দু'জনের পথ আলাদা হয়। শোনা যায় দু'জনে নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকী দুই পরিবারের মধ্যে সমস্ত কথা বার্তা ও আমন্ত্রণ পত্রও নাকি তৈরি করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি, এগোয়নি আর তাঁদের সম্পর্ক।
এরপর যদি সলমনের সঙ্গে আর কাউকে নিয়ে সবথেকে বেশি প্রেমের চর্চা হয় তা হল ঐশ্বর্য রাই বচ্চন। রাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক শেষ হয়েছে করেক যুগ আগে। কিন্তু আজও তাঁরা বিনোদুনিয়ায় সবথেকে চর্চিত নাম। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। সম্পর্ক শেষ হওয়ার পর সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন ঐশ্বর্য।
১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অভিনেত্রী সোমি আলির সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন সলমন। সোমি বরাবর সলমনের প্রতি তাঁর ভালোবাসার কথা খোলাখুলিভাবে জানিয়েছেন। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি সুপারস্টারের।
তুমুল বিতর্ক না তৈরি হলেও সলমন ও ক্যাটরিনার প্রেমকাহিনিও বেশ চর্চায় উঠে এসেছে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। একসঙ্গে বহু ছবিতে জুটি বেঁধে অভিনয়ও করেছেন। শোনা যায়, দু'জনের পারস্পরিক বোঝাপড়ার পর বিছেদের পথে হাঁটেন তাঁরা। যদিও সম্পর্ক শেষের পরে বন্ধুত্ব বজায় রয়েছে ক্যাট ও সলমনের।
২০১১ সালে সলমনের সঙ্গে নাম জড়ায় রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের। যদিও কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকারভ করেননি তাঁরা কেউই।
মডেল অভিনেত্রী শাহিন জাফরির সঙ্গেও ভাইজানের প্রেমের গুঞ্জন শোনা যায়। জানা যায় যে, রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করার আগেই নাকি শাহিনের প্রতি আলাদা ভালোলাগা ছিল সলমনের। মাত্র উনিশ বছর বয়সেই নাকি শাহিনের প্রেমে পড়েছিলেন সলমন। সেই প্রেম দানা বাঁধে অভিনয় করতে গিয়ে। তিন বছর প্রেম করার পর আলাদা হন সলমন-শাহিন।
বলিউডে জার্নি শুরু করেছিলেন সলমনের হাত ধরে অভিনেত্রী জারিন খান। 'বীর' ছবিতে জুটি বেধেছিলএন তাঁরা। আর তারপর থেকেই তাঁদের দু'জনকে নিয়ে ইন্ডাস্ট্রিতে দানা বেঁধেছিল তাঁদের সম্পর্কের নানা গুঞ্জন। যদিও তাঁরা কেউই প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে একটা সময়ের পর এমনিতেই ঘনিষ্ঠতা কমে যায় তাঁদের।
সলমনের সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল আরও এক অভিনেত্রীর। তিনি স্নেহা উল্লাল। তবে তাঁকে দেখলে একঝলকে মনে হয় যেন ঐশ্বর্য। সেই জন্যই নাকি ভাইজানের তাঁর প্রতি এক আলাদা অনুরাগ ছিল বলেও গুঞ্জন। ২০০৫ সালে 'লাকি' ছবিতে স্নেহার সঙ্গে জুটি বেঁধেছিলেন সলমন। সম্পর্কের গুঞ্জন ছড়ালেও নিজেদের বরাবর ভালো বন্ধু হিসেবেই দাবি করেছেন তাঁরা।
Published By: Arani BhattacharyaPosted: 03:10 PM Dec 27, 2025Updated: 03:10 PM Dec 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
