Advertisement
আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি
বিষ্ণুপুর মেলায় আদিবাসীদের র্যাম্প শো একেবারে জমজমাট!
‘চুরালিয়া হে তুমনে জো দিলকো…’ মঞ্চে সুরেলা কণ্ঠে আশা ভোঁসলে বেজে উঠতেই আলোর ঝলকানি আর তালে তালে নাচ। এ পর্যন্ত আর পাঁচটা সাধারণ ফ্যাশন শো-র সঙ্গেই মিলে যাচ্ছে বিষ্ণুপুর শহরের সাংস্কৃতিক উৎসব বিষ্ণুপুর মেলা। কিন্তু চমক অন্যত্র। কোনও পেশাদার নৃত্যশিল্পী নন, আশা ভোঁসলের হিট গানের তালে দক্ষতার সঙ্গে পায়ের ছন্দ মিলিয়ে নাচছেন রাজ্যের মন্ত্রী তথা আদিবাসী সমাজের অন্যতম সংগ্রামী, আলোকিত মুখ বাঁকুড়ার 'বিটি' জ্যোৎস্না মান্ডি! ছবি: অসিত রজক।
পরনে সাদা-কালো পোলকা ডট শাড়ি, কালো ব্লাউজ, মাথায় পরিপাটি খোঁপা, মানানসই গয়না। মন্ত্রী জ্যোৎস্না একেবারে ভিন্ন রূপে মঞ্চে এলেন। গান বাজতেই নিখুঁত ছন্দে পা মেলালেন। সঙ্গী আরও কয়েকজন, তাঁদেরও পরনে একই পোশাক। দেখে বোঝা যাওয়ার উপায় নেই যে এঁরা কেউ পেশাদার নৃত্যশিল্পী নন, সকলেই এসেছেন নিজেদের মাটিতে হওয়া মেলায় অংশ নিয়ে জনগণকে বিনোদন উপহার দিতে। ছবি: অসিত রজক।
আশা ভোঁসলের একের পর এক বিখ্যাত গানে অক্লান্তভাবে নাচলেন জ্যোৎস্না মান্ডি। খাদ্যদপ্তরের প্রতিমন্ত্রীকে অন্য রূপে দেখে দর্শকরা ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না। মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশের সামনেও হাসিমুখে নিজের কাজ করে গেলেন রানিবাঁধের কন্যা। এনিয়ে জ্যোৎস্নার বক্তব্য, ''আশাজি আমাদের জীবনের প্রতি মুহূর্তে জড়িয়ে রয়েছেন। মনখারাপ হোক কি মন ভালো থাকুক, তাঁর গান শুনলে আমাদের আনন্দ হয়। এই সুযোগে আমরা ওঁকে একটু নিজেদের মতো করে শ্রদ্ধার্ঘ্য জানানোর চেষ্টা করলাম। ওঁর হিট গানগুলোয় মঞ্চে পারফর্ম করলাম।'' ছবি: অসিত রজক।
শুধু নাচ নয়, শুক্রবার বিষ্ণুপুর মেলার অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী ফ্যাশন শো। আদিবাসী সমাজের দৈনন্দিন জীবনযাপন, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে বিবাহরীতি ও সংস্কৃতিকে র্যাম্প ওয়াকে তুলে ধরা হয়। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই ফ্যাশন শো দর্শকদের কাছে অন্যরকম অভিজ্ঞতা। সাংস্কৃতিক মঞ্চে আদিবাসী জীবনচিত্রের এমন উপস্থাপনা যে আলাদা নজির গড়েছে, তা বলাই বাহুল্য।ছবি: অসিত রজক।
বিষ্ণুপুরের যদুভট্ট হাইস্কুলের মাঠে র্যাম্প ওয়াকেও নজরকাড়া জ্যোৎস্না মান্ডি। আদিবাসীদের ঐতিহ্যশালী 'পাঞ্ছি' শাড়ি পরেই তিনি হলেন শো'জ স্টপার। সাদার উপর লাল চেক এবং লাল-সবুজ ফুলের 'পাঞ্ছি' শাড়ি পরার স্টাইল আলাদা। আর তাতেই আপন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যথাযথ মেলবন্ধন ঘটিয়ে জ্যোৎস্না হয়ে উঠলেন অনন্যা! ছবি: অসিত রজক।
শুধু আদিবাসী পোশাকে জ্যোৎস্নাদের র্যাম্প ওয়াক নয়। ফ্যাশন শো-য়ে উঠে এল আদিবাসী সমাজের প্রাচীন রীতিনীতিও। বিয়ের পাত্র, পাত্রীর সাজেও র্যাম্প মাতালেন মডেলরা। ছবি: অসিত রজক।
Published By: Sucheta SenguptaPosted: 03:06 PM Dec 27, 2025Updated: 03:06 PM Dec 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
