Advertisement
পারথের পর মেলবোর্ন, অ্যাশেজে দু'দিনে শেষ দু'টি টেস্ট, রইল ৮টি সংক্ষিপ্ত টেস্টের কাহিনি
ভারতেরও নাম আছে এই তালিকায়।
অ্যাশেজ সিরিজ হারলেও চুনকাম বাঁচাল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট মাত্র দু'দিনেই শেষ হয়ে যায়। ক্রিকেটের ইতিহাসে ওভারের নিরিখে শেষ হয়ে যাওয়া টেস্ট কোনগুলি?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কেপ টাউন ২০২৪): মহম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরাহ দুই ভারতীয় পেসারের জাদুতে মাত্র ১০৭ ওভারে শেষ হয়ে যায় ২০২৩ সালের কেপ টাউন টেস্ট। ম্যাচের প্রথম দিনই পড়ে যায় ১৩ উইকেট। দ্বিতীয় দিন পড়ে ১০ উইকেট। ভারত জেতে ৭ উইকেটে। প্রথমে ইনিংসে সিরাজ ছ’টি এবং দ্বিতীয় ইনিংসে বুমরাহ ছ’টি উইকেট পান।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (এমসিজি ১৯৩২): দক্ষিণ আফ্রিকার খেলা প্রথম টেস্ট শেষ হয়েছিল মাত্র ১০৯.২ ওভারে। প্রথম ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হন প্রোটিয়ারা। শেষমেশ অস্ট্রেলিয়া ইনিংস-সহ ৭২ রানে জেতে। চোটের জন্য অবসৃত হয়েছিলেন ডন ব্র্যাডম্যান।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (ব্রিজটাউন ১৯৩৫): ক্রিকেট ইতিহাসের অন্যতম চমকপ্রদ টেস্ট। টানা বৃষ্টি এবং খারাপ পিচের জন্য এই টেস্ট শেষ হয় মাত্র ১১২ ওভারে। প্রথম ইনিংসে মাত্র ১০২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চমকপ্রদভাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেটে ৮১ রানে ডিক্লেয়ার করে দেয়। আরও চমকপ্রদভাবে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে মাত্র ৫১ রানে ডিক্লেয়ার করে দেয়। শেষ ইনিংসে ৭৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। সেটা তুলতেও ৬ উইকেট যায় ব্রিটিশদের। ৪ উইকেটে জয়ী ইংল্যান্ড। দুই ইনিংসেই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ছিলেন ওয়ালি হ্যামন্ড।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (ওভাল ১৯১২): এই টেস্টটি ১৩৫.৫ ওভারে শেষ হয়। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৯৫ রানে (৪২.৩ ওভার) অলআউট হয়। ইংল্যান্ড ১৭৬ রানে (৫৬.১ ওভার) জবাব দেয়। দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকা ৯৩ রানে (৩২.৪ ওভার) অলআউট হয়ে যায়। ইংল্যান্ড ১৩ রানের লক্ষ্য ৪.৩ ওভারে জিতে যায়।
ভারত বনাম ইংল্যান্ড (আহমেদাবাদ ২০২১): ভারতের মাটিতে সবচেয়ে ছোট টেস্ট। কোনও দলই ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১১২ (৪৮.৪ ওভার) রানের জবাবে ভারত ৫৩.২ ওভারে ১৪৫ রান করে। ৩৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮১ রানে (৩০.৪ ওভার) অলআউট হয়। ভারত ৭.৪ ওভারে ৪৯ রান করে। ম্যাচটি ১৪০.২ ওভারে শেষ হয়।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (পারথ ২০২৫): ১৪১ ওভারে শেষ চলতি অ্যাশেজের প্রথম টেস্ট। টেস্টের প্রথম দিনই সব মিলিয়ে পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিন পড়ে আরও ১৩ উইকেট। শেষ পর্যন্ত ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে অজিরা জিতে যায় ৮ উইকেটে।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (মেলবোর্ন ২০২৫): দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার অ্যাশেজ টেস্টের প্রথম দিনেই কুড়ি উইকেটের পতন দেখেছিল মেলবোর্ন। আর শনিবার সব মিলিয়ে পড়ল ১৬ উইকেট। তবে শেষ পর্যন্ত ৫৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দু’দিনেই টেস্ট জয়ের স্বাদ পেল বেন স্টোকসের ইংল্যান্ড। ম্যাচ শেষ হল ১৪৩ ওভারে।
Published By: Arpan DasPosted: 04:40 PM Dec 27, 2025Updated: 04:40 PM Dec 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
